ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ইরানের সামরিক শক্তির উত্থান হয়েছে ॥ খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ২৩ এপ্রিল ২০২৪

ইরানের সামরিক শক্তির উত্থান হয়েছে ॥ খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনি

ইসরাইলের ওপর ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর মঙ্গলবার জনসমক্ষে প্রথম বক্তব্যে ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাদের সাফল্যের জন্য দেশের সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ইরানের সামরিক শক্তির উত্থান হয়েছে। খবর ইরনার।
ইরানের সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে খামেনি সাম্প্রতিক ঘটনায় সাফল্যের জন্য সামরিক বাহিনীর প্রশংসা করেন। তিনি গত ১৩ এপ্রিল ইসরাইলের ওপর আকাশ পথে ইরানের আক্রমণের কথা তুলে ধরেন। খামেনি বলেন, সশস্ত্র বাহিনী তাদের শক্তি এবং সক্ষমতার ভালো চিত্র এবং ইরানি জাতির একটি প্রশংসনীয় ভাবমূর্তি তুলে ধরেছে। তারা আন্তর্জাতিক পর্যায়ে ইরানি জাতীর শক্তির উত্থান প্রমাণ করেছে।

ইসরাইল বলেছে, তারা তেহরানের নিক্ষেপ করা তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশ যুক্তরাষ্ট্র আর অন্য মিত্রদের সহায়তায় ভূপাতিত করে। বাকিগুলো থেকে সামান্য ক্ষয়ক্ষতি হয়। 
ইসরাইল এবং তার মিত্রদের হাতে ইরানের হামলা প্রতিহত হবার বিষয়টি হাল্কা করে দেখে খামেনি বলেন, কয়টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আর কয়টা লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে ইরানি জাতি এবং সশস্ত্র বাহিনীর আত্মশক্তির উত্থান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি পাল্টা হামলাকে খাটো করে দেখেছেন।

×