ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ঈদের তিন সিনেমা বিদেশের মাটিতে

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৩৭, ২২ এপ্রিল ২০২৪

ঈদের তিন সিনেমা বিদেশের মাটিতে

শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন  কোর্টনি কফি

ঈদে মুক্তি পাওয়া ১১ সিনেমার মধ্যে এবার তিনটিই যাচ্ছে বিদেশের মাটিতে। সিনেমা তিনটি হচ্ছে ‘রাজকুমার’, ‘ওমর’ ও ‘দেয়ালের  দেশ’। যুক্তরাষ্ট্র ও কানাডার ৭৫টি থিয়েটারে ১৯ এপ্রিল থেকে দেখা যাচ্ছে হিমেল আশরাফের ‘রাজকুমার’। ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন  কোর্টনি কফি। এছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, মাহিয়া মাহিসহ অনেকে। এদিকে মুহাম্মদ  মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমাটি আগামী ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে।

দেশটির ২০টি অঙ্গরাজ্যের মাল্টিপ্লেক্স থিয়েটারে সিনেমাটি  দেখা যাবে। এরপর পর্যায়ক্রমে বাকি অঙ্গরাজ্যেও সিনেমাটি প্রদর্শিত হবে। এমনটাই জানায় ছবিটির আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস। বায়োস্কোপ জানায়, আগামী ১২  মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি চলবে। এরপর ২৮ এপ্রিল সুইডেনে মুক্তি পাবে। এছাড়া ১০  মে  থেকে কানাডার টরন্টো, মিসিসাগা, অটোয়া, মন্ট্রিয়েল, ক্যালগ্যারি, এডমন্টনসহ  বেশ কয়েকটি জায়গায় মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হবে সিনেমাটি।

‘ওমর’-এ অভিনয় করেছেন শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান  সেলিম, দর্শনা বণিকসহ অনেকে। ঈদে শরিফুল রাজ অভিনীত আরেক আলোচিত ছবি মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’। যা আগামী ৩  মে অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে বলে জানা  গেছে। সিনেমাটির পরিবেশক বঙ্গজ ফিল্ম। এ সিনেমায় শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। উল্লেখ্য, তিনটি সিনেমাই এখনো  দেশের প্রায় সব  প্রেক্ষাগৃহে চলছে।

×