ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কফির পেয়ালায় আঁখি-ইমন

প্রকাশিত: ২০:৫১, ২৮ মার্চ ২০২৪

কফির পেয়ালায় আঁখি-ইমন

আঁখি আলমগীর ও শওকত আলী ইমন

দীর্ঘদিন পর আবার একসঙ্গে গান শোনা যাবে আঁখি আলমগীর ও শওকত আলী ইমনের কণ্ঠে। ‘কফির পেয়ালা’ শিরোনামের গানটিতে মডেলও হয়েছেন তারা। ঈদ উপলক্ষে আগামী ৩১ মার্চ ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে গানটি।  এই দুই সংগীত শিল্পীর দুই দশক পর আবার দ্বৈত কণ্ঠে গান নিয়ে হাজির হওয়ার তথ্য গ্লিটজকে বলেছেন আঁখি আলমগীর।   

‘কফির পেয়ালা’ গানটির গীতিকার আশিক মাহমুদ। প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুলতার কথায় গান বেঁধেছেন তিনি। আকাশ মাহমুদের সুরে সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গানটির ভিডিও নির্মাণ করেছেন শিথিল রহমান। 

গানটি প্রসঙ্গে গ্লিটজকে আঁখি আলমগীর বলেন, “অনেক সুন্দর রোমান্টিক একটি গান এটি। আমার মনে হয়েছে গানের সঙ্গে যদি আমরা দুজন ভিডিওতে থাকি সেটা আরও বেশি ভালো হবে। তাই আমরা দুজন পারফর্ম করেছি। ইমন কিন্তু নিজের সুরেই গান করেন। কিন্তু এই গান আকাশ মাহমুদের সুরে গেয়েছেন। 

আঁখি বলেন, ২০ বছর পর আবার ইমনের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাওয়ার সুযোগ হল। ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে গানটি। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল এবং দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে আগামী ৩১ মার্চ থেকে গানটি শুনতে পাওয়া যাবে। 

আঁখি আলমগীরের কণ্ঠে শওকত আলী ইমনের সংগীত পরিচালনা সংগীতপ্রেমীদের কাছে বিশেষ কিছু। ইমনের সংগীত পরিচালনায় এর আগে আঁখির কণ্ঠে যাওয়া ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’ থেকে সবশেষ ‘রাজকুমারী’সহ বেশ কিছু গান বেশ প্রচার পেয়েছিল সে সময়গুলোতে; সংগীতপ্রেমীদের মুখে মুখে ঘুরেছিল। এগুলোর মধ্যে সবশেষ ২০২৩ সালে ইমনের সুরে ‘রাজকুমারী’ গেয়েছিলেন আঁখি।

 

এস

×