ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মিশার আহ্বান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০, ২৩ এপ্রিল ২০২৪

মিশার আহ্বান

মিশা সওদাগর

গত শুক্রবার শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর জয়ী হয়েছেন। আগামী দুই বছরের জন্য সমিতির নেতা-অভিভাবক হিসেবে কাজ করবেন তিনি। শিল্পীদের মধ্যে সকল বিরোধ দূর করতে চান এ অভিনেতা। তার ভাষ্য, ‘সহশিল্পীদের একটা কথাই বলতে চাই, আমরা সবাই একটি পরিবার। এটি (শিল্পী সমিতি) কারও একার সম্পত্তি নয়। হেরে গিয়েছি বলে সেখানে যাব না, তাদের হয়ে কাজ করব না- এমন চিন্তা মন থেকে ঝেড়ে ফেলুন। আমরা সবাই সবার, মিলেমিশে চলচ্চিত্রের জন্য কাজ করব।

সবার পরামর্শই গুরুত্ব পাবে এই কমিটিতে। সবাই মিলে সমিতির সুন্দর একটি পরিবেশ তৈরি করব। সব শিল্পীর আড্ডা আর মিলনমেলা হবে এই সমিতি।’ তিনি আরও বলেন, আমাদের কমিটি চলচ্চিত্রের উন্নয়নে যেসব কাজ জরুরি তা-ই সবার আগে করবে। যত দ্রুত সম্ভব অন্য সমিতিগুলোর সঙ্গে মিটিং করব। অসচ্ছল শিল্পীদের কাজ বাড়ানো, সিনিয়র শিল্পীদের কাজে ফেরানোর বিষয়টি এবার গুরুত্ব দিয়ে দেখা হবে। তা ছাড়া সিনিয়র শিল্পীদের এফডিসিমুখী করার ব্যবস্থা করা হবে। আশা করি, নতুন কমিটির কাজগুলো সবাই মনে রাখবে।’

×