ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

তৃতীয় দফায় নর্দার্ন জুটের কারখানা বন্ধের সিদ্ধান্ত

প্রকাশিত: ১২:১১, ৩ মার্চ ২০২০

তৃতীয় দফায় নর্দার্ন জুটের কারখানা বন্ধের সিদ্ধান্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ন জুট এ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড তৃতীয় দফায় কারখানা বন্ধের মেয়াদ বাড়িয়েছে। কোম্পানির কারখানা ৩ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে কোম্পানিটি গত ২৬ ফেব্রুয়ারি থেকে কারখানা বন্ধের মেয়াদ বাড়িয়ে গত ১ মার্চ পর্যন্ত করেছিল। রবিবার কোম্পানিটির রিট পিটিশনের শুনানির কারণে কারখানা বন্ধ রেখেছিল। কিন্তু উচ্চ আদালত নর্দার্ন জুটকে আবার অতিরিক্ত কাগজ জমা দিতে বলেছে সোমবার। কোম্পানিটি আদালতে কাগজপত্র জমা দেবে এবং আশা করছে মামলাটি নিষ্পত্তি হবে। এমতাবস্থায় কোম্পানিটি মঙ্গলবার কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, কোম্পানিটির সব ব্যাংক হিসাব ফ্রিজ রাখার কারণে ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দফায় কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। কোম্পানিটি জানায়, বাংলাদেশ ব্যাংক কোম্পানিটির সব ব্যাংক হিসাব ফ্রিজ করার কারণে গত ২৪ ফেব্রুয়ারি কোম্পানিটি উচ্চ আদালতে রিট পিটিশন ফাইল জমা দিয়েছিল। গত ২৫ ফেব্রুয়ারি উচ্চ আদালতে এ বিষয়ে শুনানি হয়। কিন্তু আদালত কোম্পানিকে আরও অতিরিক্ত কাগজপত্র জমা দিতে বলে এবং কোম্পানিটি সে অনুযায়ী সবকিছু জমা দিলে গত ১ মার্চ রিট পিটিশনের শুনানি হয়। এমতাবস্থায় কোম্পানির পরিচালনা পর্ষদ রবিবার পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। গত ২০ জানুয়ারি থেকে উচ্চ আদালতের আদেশে বাংলাদেশ ব্যাংক কোম্পানির সব ব্যাংক হিসাব ফ্রিজ করে রেখেছে। কোম্পানির ব্যাংক হিসাব ফ্রিজ করার কারণে কোম্পানিটি কেন ধরনের রফতানি করতে পারছে না। কোম্পানিটি কোন কাঁচা পাট প্রক্রিয়াজাত করতে পারছে না এবং কোন টাকা পরিশোধ করতে পারছে না। এমনকি কোম্পানটি বিনিয়োগকারীদের মধ্যে সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশও বিতরণ করতে পারছে না।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!