ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

প্রতিশ্রুতি বাস্তবায়নই আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৩:৫৪, ৩ জানুয়ারি ২০১৯

প্রতিশ্রুতি বাস্তবায়নই আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের অপেক্ষায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। যাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে কর্মসংস্থান সৃষ্টি, জিডিপি প্রবৃদ্ধি ও দারিদ্র্যের হার শূন্যে নামানো। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগের জন্য প্রতিশ্রুতি বাস্তবায়নকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। তবে ব্যবসায়ীরা বলছেন, একটানা ক্ষমতায় থাকায় অর্থনৈতিক উন্নয়নসহ অন্যান্য মেগা প্রকল্প বাস্তবায়ন সহজ হবে আওয়ামী লীগের জন্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এ জোটের প্রধান দলটির নির্বাচনী ইশতেহারজুড়ে ছিল উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ নানা প্রতিশ্রুতি। তার মধ্যে ৫ বছরে ১ কোটি ২৮ লাখ কর্মসংস্থান সৃষ্টি, জিডিপি প্রবৃদ্ধি ১০ শতাংশ ছাড়িয়ে যাওয়া ও দারিদ্র্যের হার শূন্যে নামানো অন্যতম। ভোটের ফল ঘোষণার পর এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, সরকারের ধারাবাহিকতা থাকায় অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা নেই, বরং বাড়বে গতি। একই মতো ব্যবসায়ীদেরও। তারা বলছেন, টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পথ সুগম হওয়ায়, বড় প্রকল্প বাস্তবায়ন সহজ হবে। আর এ গবেষক বলছেন, ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে, নির্বাচনের ফল নিয়ে অনেকের মাঝে যে প্রশ্ন তৈরি হয়েছে, তা আর থাকবে না। তবে কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন কঠিন হবে বলে শঙ্কা তার। আলোচনা-সমালোচনা এড়িয়ে অর্থনৈতিকভাবে গঠনমূলক সরকার পাবে এমনটাই প্রত্যাশা সর্বমহলের।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!