ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

স্বল্পমেয়াদী বৈদেশিক মুদ্রায় ঋণ নিতে পারবে রফতানিমুখী বিদেশী প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৪:০২, ২৩ জানুয়ারি ২০১৭

স্বল্পমেয়াদী বৈদেশিক মুদ্রায় ঋণ নিতে পারবে  রফতানিমুখী বিদেশী প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের রফতানি প্রক্রিয়াজাত অঞ্চল (ইপিজেড) ও অর্থনৈতিক অঞ্চলের (ইজেড) মধ্যে অবস্থিত শতভাগ বিদেশী মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো নিজেদের মূল কোম্পানি (প্যারেন্ট কোম্পানি) ও সহযোগী কোম্পানি (সিস্টার কনসার্ন) থেকে বৈদেশিক মুদ্রার স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করতে পারবে। রবিবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক মুদ্রার লেনদেনে নিয়োজিত সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়েছে, ইপিজেড ও ইজেডে অবস্থিত শতভাগ বিদেশী মালিকানাধীন (এ ক্যাটাগরি) কোম্পানিগুলো বৈদেশিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বৈদেশিক মুদ্রার স্বল্পমেয়াদী ঋণ নিতে পারত। এখন থেকে নিজেদের প্যারেন্ট কোম্পানি ও সিস্টার কনসার্ন কোম্পানির কাছ থেকে এ ঋণ নিতে পারবে। তবে ঋণের টাকা হস্তান্তরের আগে ওই পরিমাণ অর্থ উক্ত কোম্পানির কাছে দায়মুক্তভাবে আছে কি-না তা নিশ্চিত করবে সংশ্লিষ্ট ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের অভ্যন্তরে ব্যবসার পরিবেশকে আরও সহজ করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। আগে ব্যাংক থেকে ঋণ নিতে তাদের সুদ বাবদ ব্যয় হতো। এখন নিজস্ব কোম্পানির ঋণ প্রদানে সুদহার অনেকক্ষেত্রে শূন্য হবে বা অনেক কমে যাবে। তবে এ ঋণের ক্ষেত্রে অতিরিক্ত সুদ দিয়ে অর্থ অন্য কোথাও যেন হস্তান্তর না করা হয় সেজন্য সুদ নির্ধারণের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত গাইডলাইন্স মেনে চলতে হবে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!