ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩:১৮, ২৪ অক্টোবর ২০২১

হাতিয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ “বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানে অনুষ্ঠিত হলো ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশ। আজ রবিবার সকালে নোয়াখালী হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাতিয়া থানার পরিদর্শক (ওসি) আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন চরচেঙ্গা সিনিয়ার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম, জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হালিম, ইউপি সদস্য জিল্লুর রহমান, সমাজ কর্মী ফখরুল ইসলাম সোহেল, ব্যবসায়ী নুরনবী, সাংবাদিক শামীমুজ্জামান শামীম ও আমির হামজা। বক্তরা তাদের বক্তব্যে বলেন মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, কিশোর অপরাদ ও বাল্যবিবাহ রোধে বিট পুলিশিং গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিট পুলিশিং এর মাধ্যমে সাধারন জনগনের সাথে পুলিশের একটি ভালো সম্পর্ক তৈরি হয়। পুলিশের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে বিট পুলিশিংএর বিকল্প নেই।
×