ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে প্রবল ধূলিঝড়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু

প্রকাশিত: ১০:৩৪, ৯ অক্টোবর ২০২১

ব্রাজিলে প্রবল ধূলিঝড়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ ব্রাজিলে প্রবল ধূলিঝড়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সপ্তাহে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে মারাত্মক খরা পরিস্থিতিতে সাওপাওলোতে অস্বাভাবিক শক্তিশালী ধূলিঝড়ে এই প্রাণহানির ঘটেছে। ঝড়ে গাছপালা ও ঘরবাড়ির ভেঙ্গে পড়ায় তাদের মৃত্যু হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, সেপ্টেম্বর মাসের শেষ হওয়ার পর থেকে গ্রামাঞ্চলে অন্তত তিনবার বিশাল ধূলি মেঘসহ প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) পর্যন্ত বাতাস বয়ে যায়। এতে ঝড়ে গাছপালা ও ঘরবাড়ি ভেঙে ছয়জন মারা যান। ব্রাজিলের আবহাওয়া চ্যানেল মেটসুল-এর আবহাওয়াবিদ এস্টেল সিয়াস এএফপিকে বলেন, এ ধরনের ঝড় স্বাভাবিক হলেও, এত তীব্র মাত্রায় হয় না, যা ২০২১ সালে দেখা গেছে। দীর্ঘ সময় ধরে বৃষ্টির অভাব, উচ্চ তাপমাত্রা ও কম আর্দ্রতার ফলে এ অবস্থা সৃষ্টি হয়েছে। তবে শক্তিশালী ঝড়গুলো জলবায়ু পরিবর্তনের ফল বলে জানান তিনি।
×