ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে নারী মাদক ব্যবসায়ীর চারমাস দণ্ড

প্রকাশিত: ১৮:৫৫, ৩ আগস্ট ২০২১

নীলফামারীতে নারী মাদক ব্যবসায়ীর চারমাস দণ্ড

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে মালেকা খাতুন(৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীর চার মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার সকালে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। মালেকা সদর উপজেলার সংগলশী ইউনিয়নের ব্যাংমারী চিলাপাড়া এলাকার মন্টু মিয়ার স্ত্রী। ভ্রাম্যমান আদালতের সূত্র মতে, গতকাল সোমাবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নীলফামারী কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় তার বাড়িতে ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান মালেকাকে ৪ মাসের কারাদণ্ড প্রদান করলে আজ মঙ্গলবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নীলফামারী কার্যালয়ের পরিদর্শক খবির আহমেদ জানান, দণ্ডপ্রাপ্ত নারী চিহিৃত একজন মাদক ব্যবসায়ী।
×