ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশ ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৩:০৮, ২১ জানুয়ারি ২০২১

প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশ ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, জঙ্গী, সন্ত্রাস ও মাদক নির্মূলে আমরা সফল। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশ। তিনি বলেন, যে চরমপন্থীদের ভয়ে মানুষ দরজা বন্ধ রেখে থাকত- তারা আজ আত্মসমর্পণ করে শান্তির পথে ফিরেছে। মহেশখালী, কুতুবদিয়ার জলদস্যুরা এখন স্বাভাবিক জীবনযাপন করছে। সরকারের শক্ত ভূমিকায় সারাদেশে শান্তির সুবাতাস বইছে। বুধবার দুপুরে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে দেয়া সংবর্ধনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি এসব কথা বলেন। ইয়াবা বন্ধে সব ধরনের উদ্যোগ নেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, কক্সবাজারকে ট্যুরিস্ট হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে। রেল লাইন আসছে। তাই কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করে যাচ্ছে। বুধবার দুপুরে জেলার নবম এবং দেশের ৬৫১তম ঈদগাঁও থানার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি সাংবাদিকদের সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। বায়তুশ শরফে শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আগামীর দেশে তোমরাই নেতৃত্ব দেবে। তোমাদের জন্য অনেক সম্ভাবনা অপেক্ষা করছে। কোনভাবেই মাদকের সঙ্গে নিজেকে জড়াবে না। মাথায় মাদক ঢুকলে সব শেষ। তিনি বলেন, বায়তুশ শরফ মহীরুহে আবির্ভূত হোক। সমৃদ্ধ হোক প্রতিষ্ঠানটি। স্বচক্ষে দেখে প্রতিষ্ঠানটির অবস্থান স্পষ্ট হলাম। বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় মন্ত্রী বলেন, কক্সবাজারের সব উন্নয়নের হাব হচ্ছে। এমন কাজ হচ্ছে, আগামী ৫ বছর পরে মাতারবাড়ীকে চেনা যাবে না।
×