ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সেমিনারে আহ্বান

নিজ নিজ জায়গা থেকে গ্রীন রিকভারির জন্য কাজ করে যেতে হবে

প্রকাশিত: ২২:৫৮, ৩১ ডিসেম্বর ২০২০

নিজ নিজ জায়গা থেকে গ্রীন রিকভারির জন্য কাজ করে যেতে হবে

স্টাফ রিপোর্টার ॥ সরকার জীবাশ্ম জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতে যে ভর্তুকি দেয়, তা সাধারণ মানুষকে দিলে, দেশে সৌরবিদ্যুতের বিপ্লব ঘটে যেত বলে মনে করেন জ¦ালানি খাতের বিশেষজ্ঞরা। তারা বলছেন, উৎপাদন ও উন্নয়ন একটি ম্যরাথন দৌড়; এ দৌড়ে থেমে গেলে চলবে না। আমাদের নিজ নিজ জায়গা থেকে গ্রীন রিকভারির জন্য কাজ করে যেতে হবে। গ্রীন রিকাভারির জন্য প্রকল্পের মূল্য নির্ধারণ, অর্থ এবং প্রযুক্তি এই তিনটি বিষয় অত্যন্ত জরুরী বলেও মনে করেন তারা। বুধবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), উন্নয়ন সমন্বয় ও বাংলাদেশ বৈদেশিক ঋণ বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি)-এর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ অর্থনীতির সবুজ পুনরুদ্ধার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান সভাপতির বক্তব্যে বলেন, সবুজ উদ্যোক্তা তৈরির জন্য তরুণদের সম্পৃক্ত করতে হবে। সঙ্গে সঙ্গে শিক্ষা ক্ষেত্রে গ্রীন রিকোভারির বিষয়টি সম্পৃক্ত করতে হবে। আমাদের এখন গ্রীন ফিন্যান্সের দিকে যেতে হবে। এই লক্ষ্যে গ্রীন ট্রান্সফরমেশন ফান্ড তৈরি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গ্রীন রিকোভারির জন্য ১৫০টির মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। গ্রীন এনার্জির দিকে দেশের পরিকল্পনাকে পুনর্বিবেচনা করার এখনই শ্রেষ্ঠ সময় উল্লেখ করে তিনি সৌরবিদ্যুত উৎপাদনে ব্যক্তি পর্যায়ে উৎসাহ প্রদানের অনুরোধ করেন।
×