ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় জাবি শিক্ষক অধ্যাপক এ এ মামুন

প্রকাশিত: ০১:০১, ১২ নভেম্বর ২০২০

বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় জাবি শিক্ষক অধ্যাপক এ এ মামুন

জনকণ্ঠ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের জরিপে বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন ঢাকার ধামরাই উপজেলার কৃতী সন্তান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ এ মামুন। ২০২০ সালে বিশ্বব্যাপী সেরাদের মধ্যে শতকরা দুইভাগ বিজ্ঞানীকে নিয়ে প্রকাশিত তালিকায় অধ্যাপক ড. এ এ মামুন স্থান লাভ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তাকে অভিনন্দন জানিয়েছেন। খবর অনলাইনের। একটি অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. এ এ মামুনের এ সম্মান বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ও সুনাম আরও বৃদ্ধি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. এ এ মামুন কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডের সেন্ট এ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি জামার্নির হোমবোল্ট পোস্টডক ফেলো। ঢাকার ধামরাই উপজেলার জালসা গ্রামে অধ্যাপক মামুনের জন্ম। কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দরবেশ আলীর সন্তান তিনি।
×