ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

১৮ মাস পর রহস্য উদ্ঘাটন ॥ আট বন্ধু মিলে খুন করে তাসিনকে

প্রকাশিত: ০০:৪৬, ৭ নভেম্বর ২০২০

১৮ মাস পর রহস্য উদ্ঘাটন ॥ আট বন্ধু মিলে খুন করে তাসিনকে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ রূপগঞ্জের মোঃ তাসিন হত্যা মামলার রহস্য আঠারো মাস পর উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাসিনের কাছ থেকে পাঁচ শ’ টাকা ধার নিয়েছিল মোঃ নজরুল ইসলাম। এ টাকা ফেরত না দেয়ায় নজরুলকে গালি-গালাজ করে তাসিন। আর এতেই ক্ষিপ্ত হয়ে নজরুলের পরিকল্পনা অনুযায়ী আট বন্ধু মিলে পানিতে ডুবিয়ে হত্যা করে তাসিনকে। পিবিআই’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ২ মে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার তিন শ’ ফুট রাস্তার পাশ থেকে তাসিনের লাশ উদ্ধার করা হয়। তাকে কেউ পানি ডুবিয়ে হত্যা করেছে বলে ময়নাতদন্তের রিপোর্ট ও সুরতহাল দেখে বোঝা যায়। সম্প্রতি ঘটনাটি অনুসন্ধানের দায়িত্ব পেয়ে পিবিআই সন্দেহজনক আসামি নজরুল ইসলামকে গত ৪ নবেম্বর রাতে ঢাকার খিলগাঁও এলাকা থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করে। এর আগে এ মামলার সন্দেহভাজন আরও চার আসামি ইমরান, আব্বাস, শুক্কুর ও তাহেরকে গ্রেফতার করে পিবিআই। গ্রেফতারকৃত নজরুল পুলিশের কাছে ও আদালতের কাছে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
×