ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে জাল টাকাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ২৩:২৯, ২৯ আগস্ট ২০২০

রাজধানীতে জাল টাকাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ॥ জাল টাকার অভিযান নিয়মিত চলে, ধরাও পড়ে। তারপরও থামছে না এ অপরাধ। গত একমাসে তিনটি বড় চালান ধরা পড়েছে। শুক্রবার আবারও রাজধানীর সেগুনবাগিচা ও যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৪ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডলার ও টাকাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- মোঃ আলফাজ উদ্দিন (৬০) ও মোঃ মাসুদ (৫০)। শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়ে বলে জানিয়েছেন ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার এস এম শামীম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেগুনবাগিচাসহ রাজধানীর বিভিন্ন স্থান হতে সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প, ডলার ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, তারা দীর্ঘদিন ধরে এই জাল স্ট্যাম্প বিক্রি করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। এই চক্রের হোতা মাসুদ। এর আগেও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। জামিনে মুক্তি পেয়ে ফের একই কাজ শুরু করে সে। সহকারী কমিশনার এস এম শামীম বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সেগুনবাগিচায় এনবিআর ভবনের নিচ তলায় ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশনের সামনে থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ আলফাজকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে এই চক্রের মাস্টারমাইন্ড মাসুদকে যাত্রাবাড়ী বিবির বাগিচার বাসা থেকে গ্রেফতার করা হয়। এদিকে এ পর্যন্ত জাল টাকার বড় বড় চালানগুলোর তদন্তে একাধিক সংঘবদ্ধ চক্রের সন্ধান পেলেও তাদের সবাইকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গোয়েন্দা সংস্থাগুলো নিয়মিত অভিযান চালালেও ধরা ছোয়ার বাইরে রয়েছে শক্তিশালী চক্রটি।
×