ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বাগেরহাটের প্রাক্তন এমপি ও ইউএনও করোনা আক্রান্ত

প্রকাশিত: ১৪:২০, ১৯ আগস্ট ২০২০

বাগেরহাটের প্রাক্তন এমপি ও ইউএনও করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট সদর আসনের প্রাক্তন সংসদ সদস্য রাকসুর সাবেক ভিপি বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা এবং মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফরা তাসনীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার বাগেরহাটের সিভিল সার্জন ডা:কে.এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা এবং মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফরা তাসীনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সাবেক সংসদ সদস্য বাগেরহাট শহরের পুরাতন জেলা খানা রোডে নিজ বাড়িতে এবং মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লাহাটে সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এনিয়ে বাগেরহাটে ৭৯৫ জন জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন। আক্রান্তদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, চিকিৎসক, সেবিকা রয়েছেন। এপর্যন্ত মারা গেছে ১৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৬২০ জন।
×