ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সড়কে অবৈধ স্থাপনা সরিয়ে নিচ্ছেন দখলদাররা

প্রকাশিত: ০১:৩৬, ৯ জুলাই ২০২০

সড়কে অবৈধ স্থাপনা সরিয়ে নিচ্ছেন দখলদাররা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শহরের মুজিব সড়কের অবৈধ দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নিচ্ছে। সোমবার থেকে এ কাজ শুরু করেছে দখলদাররা। তারা জানিয়েছেন ক্ষতি কমাতে নিজেরাই সরকারের চিহ্নিত জায়গা ছেড়ে দিচ্ছেন। গত সপ্তাহে ইনস্টিটিউট তাদের প্রাচীর সরিয়ে তিন ফুট ভেতরে পুনরায় নির্মাণ করে। সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, শহরের মুজিব সড়ক থেকে চাঁচড়া পর্যন্ত রাস্তা চারলেনে উন্নীত করণের কাজ শুরু করা হয় গত ৬ মে। কিন্তু মুজিব সড়কে ২ নম্বর আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে ঈদগা রাস্তার প্রশস্ততা কম হওয়ায় কাজের গতি কমে যায়। পরে জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও সড়ক ও জনপথ অবৈধ দখলদারদের চিহ্নিত করে উচ্ছেদের সিদ্ধান্ত নেয়। এরপর ঈদগাহের সামনের দোকানগুলোতে ও ঈদগাহের প্রাচীরে লাল রংয়ের চিহ্ন দেয়া হয়। লাল চিহ্নত হওয়ায় গত সপ্তাহে ইনস্টিটিউটের প্রাচীর ভেঙ্গে তিন ফুট ভেতরে নির্মাণ করা হয়েছে। পৌর মেয়রের অর্থায়নে প্রাচীর নির্মাণ করা হয়েছে বলে জানান ইনস্টিটিউটের সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু। যশোর হোটেলের মালিক আব্দুল খালেক জানান, তিনি তার হাটেলে লাল চিহ্ন দেয়া দুই হাত জায়গা ছেড়ে দিয়েছেন। একই কথা জানান ফটোস্ট্যাটের দোকানদার মিজানুর রহমান, গ্রাফিক্স কর্নারের মালিক শামিমসহ আরও কয়েকজন। তবে দোকান ছোট্ট হওয়ায় তাদের ভাড়া কম দিতে হবে, নাকি আগের ভাড়া দিতে হবে।
×