ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ইউনাইটেড হাসপাতালের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট

প্রকাশিত: ২৩:৫০, ৩ জুন ২০২০

ইউনাইটেড হাসপাতালের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুনে ৫ জনের মৃত্যুর ঘটনায় ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। আগামী ১৪ জুনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যদিকে ফারমার্স ব্যাংকে অর্থ কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক পরিচালক রাশেদুল হক চিশতীকে নি¤œ আদালতের দেয়া জামিন শর্ত সাপেক্ষে বহাল রেখেছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুনে ৫ জনের মৃত্যুর ঘটনায় ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। আগামী ১৪ জুনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় পুলিশের আইজিপি, ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ ও রাজউককে পৃথক প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ ও এ্যাডভোকেট নিয়াজ মাহমুদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এর আগে গত ৩০ মে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণ থেকে লাগা আগুনে পাঁচজনের মৃত্যুর ঘটনায় রিট করেন আইনজীবী নিয়াজ মাহমুদ ও সাহিদা পারভীন শিলা। গত ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনে ৫ জনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী। রাশেদ চিশতীর জামিন বহাল ফারমার্স ব্যাংকে অর্থ কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক পরিচালক রাশেদুল হক চিশতীকে নি¤œ আদালতের দেয়া জামিন শর্তসাপেক্ষে বহাল রেখেছে হাইকোর্ট। শর্তের মধ্যে রয়েছে তিনি জামিন নিয়ে বিদেশ যেতে পারবেন না, পদ্মা ব্যাংকে ঢুকতে পারবেন না এবং তদন্ত কাজে কোনপ্রকার হস্তক্ষেপ করতে পারবেন না। মঙ্গলবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাশেদুল চিশতীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন। তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ বাহারুল ইসলাম ও কবির শাহরিয়ার বিপ্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন মোঃ খুরশিদ আলম খান। তিনি বলেন এ আদেশের বিরুদ্ধে আমরা আপীল করব।
×