ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আইসোলেশন

প্রকাশিত: ২২:৫৭, ১৩ মে ২০২০

আইসোলেশন

* আইসোলেশন অর্থ যারা অসুস্থ তাদের ভিন্ন স্থানে রাখা যাতে করে সে রোগ ছড়াতে না পারে। * সে একটা আলাদা ঘরেই থাকবে। * সে ঘরে কেউ ঢুকবে না। * সে ঘরের বাথরুম সংযুক্ত থাকবে। * খাওয়া দাওয়া তার দরজার সামনে দিলে সে নিয়ে নিতে পারবে। * যদি বাথরুম সংযুক্ত না হয় তবে বাসার সকলে মাস্ক ব্যবহার করবে এবং সে নিজে তো করবেই। * আইসোলেশনের সময় অনেক সময় একাকি লাগতে পারে। বই পড়ুন, গান শুনুন কবিতা আবৃত্তি করুন, ধর্মগ্রন্থ পাঠ করুন। * ১৪ দিন এভাবে আইসোলেশন থাকতে হবে। * পরপর ২ বার টেস্টে রিপোর্ট যদি নেগেটিভ আসে তবে আইসোলেশন থেকে মুক্তি। * আইসোলেশনে যৌন সহবাস পরিত্যায্য। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল শিশু বিভাগ হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল
×