ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

স্যান্ডার্সকে পেছনে ফেলে এগিয়ে বাইডেন

প্রকাশিত: ১২:০১, ১২ মার্চ ২০২০

স্যান্ডার্সকে পেছনে ফেলে এগিয়ে বাইডেন

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের প্রাইমারী নির্বাচনে ফ্রন্টরানার হিসেবে নিজের অবস্থানকে দৃঢ় করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার মিশিগান রাজ্যে অনুষ্ঠিত প্রাইমারী নির্বাচনে তিনি বিজয়ী হচ্ছেন বলে রিপোর্ট পাওয়া যাচ্ছে। এই বিজয় হতে যাচ্ছে তার জন্য সবচেয়ে বড় পুরস্কার। এর মধ্য দিয়ে তিনি ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সকে অনেকটাই পেছনে ফেলে দেবেন। গত সপ্তাহে অনুষ্ঠিত সুপার টুয়েসডেতে জো বাইডেন তার বড় বিজয়ের দেখা পান। ফ্রন্টরানার বার্নি স্যান্ডার্সকে পেছনে ফেলে তিনি হয়ে ওঠেন এক নম্বর। এর পরেই মিশিগানে চোখ পড়ে সবার। সেখানকার মুসলিমরা অকাতরে ভোট দিয়েছেন বার্নি স্যান্ডার্সকে। কিন্তু প্রাথমিক যে ফল পাওয়া যাচ্ছে, তাতে বার্নি স্যান্ডার্সকে অনেক পেছনে ফেলবেন জো বাইডেন। ফলে তাকে স্পর্শ করা এখন অনেকটাই অসম্ভব হয়ে উঠছে বার্নি স্যান্ডার্সের জন্য। প্রাইমারী নির্বাচন শেষে আগামী জুলাইয়ে দলীয় কনভেনশন বসবে। তার আগে প্রাইমারী নির্বাচনে লড়াই অব্যাহত রাখবেন কিনা বার্নি স্যান্ডার্স, তা স্পষ্ট নয়। -বিবিসি তুরস্কের বিরুদ্ধে জোট বাঁধছে মিসর ও আমিরাত তুরস্কের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত মিসর এবং সংযুক্ত আরব আমিরাতের একটি যৌথ নৌ কমান্ডো ইউনিট। লিবিয়ার উপকূলে তুর্কী স্বার্থে আঘাত হানবে এই ইউনিট। সোমবার লন্ডনভিত্তিক আরবি দৈনিক আল-আরাবি ও আল-জাদিদ জানায়, এই সামরিক স্কোয়াডের মূল লক্ষ্য হচ্ছে যেসব পথে তুরস্ক লিবিয়ায় সামরিক সহযোগিতা পাঠায় সেগুলোকে বাধা দেয়া। আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার সরকারের সঙ্গে সহযোগিতামূলক কাজ করছে তুর্কী সরকার। লিবিয়ার এ সরকারের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী ফায়াজ আল-সেরাজ। কয়েকটি সূত্র বলেছে, মিসরের নৌ-বাহিনীতে প্রশিক্ষণ নিয়ে এরইমধ্যে ৫০ যোদ্ধা লিবিয়ার পূর্ব উপকূলের একটি নৌ ঘাঁটিতে ফিরেছে। ঘাঁটিটি তুরস্কের বিরুদ্ধে হামলা চালানোর জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। -মিডল ইস্ট মনিটর
×