ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইতিহাস গড়লেন বিলি আইলিশ

প্রকাশিত: ১২:১১, ৩০ জানুয়ারি ২০২০

ইতিহাস গড়লেন বিলি আইলিশ

বিশ্ব সঙ্গীতের সবচেয়ে বড় এ্যাওয়ার্ড আসর গ্রামি এ্যাওয়ার্ড। গ্রামি এ্যাওয়ার্ডের ৬২তম আসর বসেছে যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেস শহরে। গত রোববার রাতে বসেছে এ আসর। এই আসরেই তাক লাগিয়েছেন বিলি আইলিশ। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে ছোট বিলি আইলিশ। সেই ছোট মেয়েটির হাতেই উঠল বিজয়ের খেতাব। বিজয়ীর মঞ্চে উচ্চারিত হলো ১৮ বছর বয়সী বিলি আইলিশের নাম। অবাক করা বিষয় হচ্ছে চার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি। সেরা নতুন শিল্পী, সেরা গান, সেরা রেকর্ড আর সেরা এ্যালবাম। সব ক’টিতেই নাম আছে তাঁর। সেরা রেকর্ডের খেতাব পেয়েছে বিলির ‘ব্যাড গাই’, সেরা এ্যালবাম হয়েছে হোয়েন উই ফল এ্যাস্লিপ, হোয়্যার ডু উই গো। সেরা গান, ব্যাড গাই।
×