ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় ভারি বৃষ্টিপাত ও ঝড় সত্ত্বেও দাবানল নিয়ন্ত্রণের বাইরে

প্রকাশিত: ০৯:৩৬, ২১ জানুয়ারি ২০২০

অস্ট্রেলিয়ায় ভারি বৃষ্টিপাত ও ঝড় সত্ত্বেও দাবানল নিয়ন্ত্রণের বাইরে

ভয়াবহ দাবানলের পর গত কয়েক দিনের টানা বর্ষণে এবার আকস্মিক বন্যা দেখা দিয়েছে অস্ট্রেলিয়ায়। গত কয়েকদিন থেকে বিভিন্ন রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় বন্যার কবলে পড়েছে দেশটি। আগুনে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো ঝড়ের কারণে ভারি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। তবে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে দেশটির দাবানলের সঙ্কট সমাধান এখনও অনেক দূরে রয়েছে। বিবিসি। বৃষ্টিপাত সত্ত্বেও সোমবার নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া জুড়ে ৮০ টিরও বেশি জায়গা জ্বলছিল। মেলবোর্ন এবং ক্যানবেরা ভারি ঝড়ের কবলে পড়েছে এবং কিছু কিছু জায়গায় গল্ফ বলের চেয়ে বড় শিলাবৃষ্টি পড়েছে। প্রবল বৃষ্টিপাতে ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ ছাড়া ভিক্টোরিয়া উপকূলের ফেঞ্চ দ্বীপে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেখান থেকে নিরাপত্তা সঙ্কটের কারণে পর্যটক ও স্থানীয়দের এলাকাটি ছেড়ে যেতে বলা হয়েছে। ভারি বৃষ্টির কারণে কুইন্সল্যান্ডের বেশির ভাগ রাস্তা বন্ধ এবং এনএসডব্লিউ-এর বিভিন্ন অঞ্চলের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে। কুইন্সল্যান্ডে ভারি বৃষ্টিপাতের কারণে আবাসিক এলাকাগুলো পানিতে ডুবে গেছে। তবে রাজ্যটি থেকে এখন হতাহতের খবর পাওয়া যায়নি। এনএসডব্লিউ-তে ভারি বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে বেশকিছু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। ভিক্টোরিয়ার মধ্য ও পূর্বাঞ্চলে এখন বৃষ্টির তীব্রতা কমলেও সপ্তাহের শেষে তীব্র ঝড়বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এদিকে দমকল কর্মকর্তারা জানিয়েছেন, এই বৃষ্টি গত সেপ্টেম্বর থেকে ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করা দাবানল মোকাবেলায় সহায়ক হয়েছে। এই দাবানলের কারণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন এবং কয়েক হাজার বসতবাড়ি এবং কয়েক লাখ একর এলাকা পুড়ে ছাই হয়েছে। রাজ্যগুলোর ফায়ার সার্ভিস অফিস জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে দাবানল মোকাবেলায় সুবিধা হয়েছে। বৃষ্টি হওয়ায় দাবানল অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এবং আবহাওয়া আগের তুলনায কিছুটা অনুকূলে আছে। তবে প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে নিউ সাউথ ওয়েলসের বেশ কিছু এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া রাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, গত শনিবার থেকে রাজ্যের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে ঝড়ের পূর্বাভাস ছিল। স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে জ্বলতে থাকা বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। তবে ভিক্টোরিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলের সীমান্তে বৃষ্টির দেখা মিলেনি। ফলে ওই এলাকাগুলোতে দাবানল এখনও আগের অবস্থায়ই রয়েছে। তীব্র গরমে কয়েক মাস ধরে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। এর মধ্যে বৃষ্টি হওয়ায় জনমনে স্বস্তি এসেছিল। কিন্তু ভারি বর্ষণে কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় নতুন করে দুর্ভোগে পড়েছেন ওই অঞ্চলের মানুষ। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুইন্সল্যান্ডে। সেখানে কয়েকটি স্থানে পানি বেড়ে বেশ কিছু মহাসড়ক ও আবাসিক এলাকা তলিয়ে গেছে। নিউ সাউথ ওয়েলসের কিছু এলাকায় বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে ওইসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এই রাজ্যগুলোতে ভারি বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হলেও দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চল এখনও দাবানলের আগুনে পুড়ছে। গত চার মাস ধরে চলমান দাবানলে প্রায় ৫০ কোটি প্রাণী মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
×