ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত দুই

প্রকাশিত: ০৮:৪৩, ১০ জানুয়ারি ২০২০

মাদারীপুরে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৯ জানুয়ারি ॥ যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত ও ৭ জন আহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার কুতুবপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রবিউল ইসলাম (৩৪) বরিশালের আগৈলঝাড়ার উত্তর ডিহিপাশা গ্রামের সেকেন্দার সরদারের ছেলে। অন্যজন একই উপজেলার পতিহারা গ্রামের হাফিজুল গোমস্তার ছেলে শাকিল গোমস্তা (২৮)। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়েতে উল্টো লেন ব্যবহার করে বরিশালগামী একটি মাইক্রো। পরে মাইক্রোটি সার্ভিস এরিয়া-৩ পার হওয়ার পরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৯ যাত্রীই আহত হয়। খবর পেয়ে পদ্মা সেতুর কাজে নিয়োজিত থাকা সেনাবাহিনীসহ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় পাচ্চর রয়েল হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় দু’যাত্রী মারা যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ব্রাহ্মণবাড়িয়ায় যুবক স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, ঢাকা-সিলেট মহাসড়কে সরাইলে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানে থাকা উবায়দুল হক লিটন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। সে কুমিল্লা জেলার বলেশ্বর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার শাহবাজপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি পিকআপে থাকা আরও ৩ জন আহত হয়। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈনুল ইসলাম জানান, শাহবাজপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি গাড়িতে থাকা চারজন গুরুতর আহত হয়। পরে তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যায়। দিনাজপুরে পথচারী স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, দিনাজপুরের পাবর্তীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী মনসুর আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালে পার্বতীপুর-রংপুর সড়কের বাসুপাড়া ঝেললার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনসুর আলী পাবর্তীপুর উপজেলার রামপুর ইউনিয়নের উত্তর বাসুপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ মোটরসাইকেল চালক সিয়াম বাবু ও আরোহী জিকরুলকে আটক করেছে। পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে বের হয়ে ঝেললার মোড়ে চা খেতে যান মনসুর আলী। এ সময় পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×