ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দেশব্যাপী মাদক দমনে হটলাইন চালু

প্রকাশিত: ০৯:২৯, ১ জানুয়ারি ২০২০

দেশব্যাপী মাদক দমনে হটলাইন চালু

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী মাদক দমনে জনসাধারণকে সম্পৃক্ত করতে হটলাইন চালু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার থেকে হটলাইন ০১৯০৮৮৮৮৮৮৮ নম্বরে ফোন করে জানানো যাবে মাদকের তথ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হটলাইন চালুসহ বেশকিছু কর্মসূচী নেয়া হয়েছে। এ বারের প্রতিষ্ঠাবার্ষিকী মুজিববর্ষের প্রতি উৎসর্গ করা হয়েছে। মঙ্গলবার অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। ‘মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসর্গ করা হয়েছে। জামাল উদ্দীন আহমেদ বলেন, সপ্তাহব্যাপী অনুষ্ঠান ও কর্মসূচীর পাশাপাশি বছরব্যাপী কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
×