ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে বিদ্যালয়ের আয়াকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৯:৩২, ১ অক্টোবর ২০১৯

কালীগঞ্জে বিদ্যালয়ের আয়াকে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে বিদ্যালয়ের কর্মচারীকে (আয়া) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহতের নাম বেরোনিকা রোজারিও (৫০)। তিনি কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকার মৃত সমীর রোজারিওর স্ত্রী। বেরোনিকা স্থানীয় মঠবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়ার কাজ করতেন। জানা গেছে, কালীগঞ্জ উপজেলার উলুখোলা বাজার এলাকার বিলাস রিসোর্টের পাশর্^বর্তী বাড়িতে একাই থাকতেন তিন সন্তানের জননী বিধবা বেরোনিকা। বেশ কয়েক বছর আগে তার স্বামীর মৃত্যু হয়। তার সন্তানরা অন্যত্র থাকেন। সোমবার সকাল সোয়া ৭টার দিকে তিনি মোবাইল ফোনে তার এক মেয়ে জামাতার সঙ্গে কথা বলেন। এর প্রায় দু’ঘণ্টা পর প্রতিদিনের মতো তার সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রতিবেশী এক ছাত্রী বেরোনিকার বাড়িতে যায়। এ সময় সে দরজা খোলা পেয়ে ঘরের ভেতরে ঢুকে বিছানার ওপর বেরোনিকার রক্তাক্ত লাশ দেখতে পায়। নিহতের ঘরের আলমারীর দু’টি ড্রয়ার খোলা অবস্থায় বিছানায় পড়ে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের গলায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ভৈরবে নৈশপ্রহরী নিজস্ব সংবাদদাতা ভৈরব থেকে জানান, সোমবার সকালে ভৈরবের কালিপুর এলাকায় রাজিব (২২) নামে গ্যারেজের এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, সোমবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শহরের কালিপুর উত্তরপাড়া এলাকার রতন খানের অটোরিক্সার গ্যারেজ থেকে নৈশপ্রহরী রাজিবের গলা কাটা ও ক্ষত-বিক্ষত লাশটি উদ্ধার করে । নিহত রাজিব উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের মরহুম মন্নাফ মিয়ার ছেলে। পেশায় অটোরিক্সা চালক রাজিব এক মাস আগে গ্যারেজটির নৈশপ্রহরীর চাকরি নেয়। বরগুনায় জেলে নিজস্ব সংবাদদাতা বরগুনা থেকে জানান, বেতাগী উপজেলার বিষখালী নদীতে মাছ ধরা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবুল (৩৫) নামে এক জেলে নিহত হয়েছে। তার বাড়ি বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, সোমবার সকালে তিনি ও বাবুল বিষখালী নদীতে ইলিশের জাল ফেলেছিলেন। কিছুক্ষণ পরে একই বাড়ির রিপন ও শিখন ওই জালের সামনে তাদের জাল ফেলেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে রিপন বৈঠা দিয়ে পেছন থেকে বাবুলের মাথায় আঘাত করে। নৌকার ভেতরেই বাবুল মারা যায়। ফটিকছড়িতে যুবক নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, উপজেলার ভুজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ি গ্রামে সোমবার সকালে অজ্ঞাত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, কাজী ওমর আলীর বাড়ির পাশে বিবস্ত্র ও গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এ যুবকের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তবে ধারণা করা হচ্ছে কে বা কারা রাতের আঁধারে ওই যুবককে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।
×