ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শঙ্খ নদীর ভাঙ্গনের কবলে বাঁশখালীর জেলেপল্লী

প্রকাশিত: ১১:৫৬, ২১ আগস্ট ২০১৯

শঙ্খ নদীর ভাঙ্গনের কবলে বাঁশখালীর জেলেপল্লী

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম, ২০ আগস্ট ॥ বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের রাতাখোর্দ্দ জেলেপাড়ার বাসিন্দারা শঙ্খের ভাঙ্গনে দিনের পর দিন বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। এক সময় শতাধিক পরিবার নিয়ে এই জেলেপাড়া ছিল মুখরিত একটি পল্লী। বর্তমানে এই জেলেপল্লীর বসতি ও স্থাপনাগুলো নদী গর্ভে হারিয়ে যাওয়ায় এখানকার বাসিন্দারা শঙ্কিত থাকে। দুশ্চিন্তায় থাকে সব সময় জোয়ারের তোড়ে কখন হারিয়ে যায় নিজেদের মাথা গোঁজার একমাত্র আশ্রয়স্থলটুকু এই ভয়ে। ভাঙ্গনকবলিত সাধনপুরের রাতাখোর্দ্দ জেলেপল্লী পরিদর্শনকালে দেখা যায়, এখানকার বাসিন্দারা অতি শঙ্কিত অবস্থায় দিন যাপন করছে। বিশেষ করে নদী পাড়ে যাদের বসতি তারা শঙ্কায় থাকে। স্থানীয়রা জানান, জোয়ারের তোড়ে গত এক সপ্তাহে প্রায় ৫-৬টি ঘর নদীগর্ভে হারিয়ে গেছে। বসতঘর হারিয়ে যাওয়া অনেকে নিকটবর্তী আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে আছে। স্থানীয় প্রতিবন্ধী ইয়াছিন আলী জানান, যখন জোয়ার আসে তখন এই এলাকার বাসিন্দাদের ঘুম হারাম হয়ে যায়। আবার যখন ভাটা নামে তখন আতঙ্কে থাকে কখন ভেঙ্গে পড়ে ঘরবাড়ি। এভাবেই কাটে এই এলাকার বাসিন্দাদের জীবন। স্থায়ীভাবে যতদিন এই সমস্যার সমাধান না হয় ততদিন পর্যন্ত এই এলাকার বাসিন্দারা জানমালের নিরাপত্তাহীনতায় থাকবে। স্থানীয় ইউপি সদস্য মোঃ আজিজুল হক জানান, এক সময় এই এলাকায় শতাধিক পরিবারের বসতি থাকলেও শঙ্খের ভাঙ্গনের কবলে পড়ে অনেকে নিঃস্ব হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ধীমান কৃষ্ণ চৌধুরী বলেন, সাধনপুরের রাতাখোর্দ্দ এলাকার ভাঙ্গনকবলিত অংশে ডাম্পিংয়ের মাধ্যমে জিও ব্যাগ বসানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা অচিরেই কাজ শুরু হবে।
×