ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে আদালতে পিটিশন

প্রকাশিত: ০৮:০৬, ১৯ আগস্ট ২০১৯

 ৩৭০ ধারা বিলোপের  বিরুদ্ধে আদালতে  পিটিশন

৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা পিটিশন করেছেন। এই নিয়ে এ পর্যন্ত মোট ছয়টি আবেদন জমা পড়ল। ওয়ান ইন্ডিয়া। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রীমকোর্টে গেলেন সাবেক এয়ার ভাইস মার্শাল কপিল কাক। একই আবেদন জানিয়েছেন আরও ৫ জন। তাতে সাবেক মেজর জেনারেল অশোক মেহেতাও রয়েছেন। ৫ আগস্ট সংসদে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পরের দিন ৬ আগস্টই আদালতে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জমা পড়েছিল। ৬ আবেদনকারীর আবেদনের বিভ্রান্তি রয়েছে বলে জানিয়েছিল সুপ্রীমকোর্ট। ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে ফের চ্যালেঞ্জ শীর্ষ আদালতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ একটু অসন্তুষ্ট হয়েই বলেছিলেন, ৬টি আবেদন শুনতে ৩০ মিনিট সময় লাগলেও কোন আবেদনের সঠিক চাওয়া বলতে কি তা বোঝা যায়নি। প্রথম আবেদনটি করেছিলেন আইনজীবী এম এস শর্মা। সেই আবেদনটি শোনার পর অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি বলেছিলেন এই আবেদনের কোন অর্থই হয় না। আবেদনকারী কী চাইছেন সেটাই এখানে স্পষ্ট নয়। অনায়াসেই এটা খারিজ করে দেয়া যায়। কিন্তু এই একই ইস্যুতে যেহেতু আরও ৫ জন আবেদন করেছেন সেহেতু সেগুলি শুনতে হবে। সেগুলির শুনানি বিচারপতি এসএ বোবডে এবং বিচারপতি এসএ নাজিরের বেঞ্চে। ৬টি আবেদনেই ভুল রয়েছে বলে সেগুলো সংশোধনের নির্দেশ দেয় বেঞ্চ।
×