ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পেট থেকে বের হলো ৪৫২ টুকরো লোহালক্কড়!

প্রকাশিত: ০৮:৪৫, ১৭ আগস্ট ২০১৯

 পেট থেকে বের হলো ৪৫২ টুকরো লোহালক্কড়!

ভারতের আহমেদাবাদের একটি বেসরকারী হাসপাতালে অপারেশনের পর এক ব্যক্তির পেট থেকে বের করা হয়েছে ৪৫২ টুকরো ধাতব পদার্থ; যার ওজন প্রায় সাড়ে তিন কেজি। ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানিয়েছে, ধাতব পদার্থগুলোর মধ্যে রয়েছে নেইল কাটার, সেফটিপিন, নাটবোল্ট, মুদ্রাসহ অনেক কিছুই। এসবই ওই ব্যক্তির পাকস্থলীতে ছিল। ২৮ বছর বয়সী ওই ব্যক্তি মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এর আগে মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। পেটে প্রচন্ড ব্যথার পর ডাক্তাররা তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করেন। পরে এক্স-রে করে ডাক্তাররা বুঝতে পারেন, তার পেটে ধাতব পদার্থ রয়েছে। পরে চিকিৎসকরা দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যান রোগীকে। টানা তিন ঘণ্টা অপারেশনের পর ধাতব পদার্থগুলো বের করতে সমর্থ হন তারা। চিকিৎসকরা বলছেন, সাত থেকে আট মাস ধরে ওই লোহালক্কড় খেয়েছেন ব্যক্তিটি। -টাইমস অব ইন্ডিয়া
×