ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

খালেদাকে মুক্ত করতে বিএনপি ব্যর্থ ॥ গয়েশ্বর

প্রকাশিত: ১০:৩৫, ১০ আগস্ট ২০১৯

 খালেদাকে মুক্ত করতে বিএনপি ব্যর্থ ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি ব্যর্থ বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, তাঁর মুক্তির জন্য মানববন্ধনসহ বিএনপি যেসব কর্মসূচী পালন করেছে তা সামাজিক কর্মসূচী। এমন কর্মসূচী দিয়ে কারাবন্দী নেতাকে মুক্ত করা যায় না। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সুচিকিৎসা না দিয়ে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। গয়েশ্বর বলেন, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আইন এবং নিয়ম বহির্ভূত যত ধরনের নির্যাতন আছে খালেদা জিয়ার ওপরে চলছে। কিন্তু আমরা নির্বাক তাকিয়ে আছি। খালেদা জিয়ার তো জেলে যাওয়ারই কথা না। আর জেলে যাওয়ার পরও আমরা তাঁর মুক্তির জন্য কার্যকর আন্দোলন করতে পারিনি। তাই তাঁকে আমরা মুক্ত করতে পারিনি। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আর শান্তিপূর্ণ কর্মসূচীতে কাজ হবে না। আজ হোক কাল হোক সরকার পতনের আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তির আর কোন বিকল্প পথ নেই। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, আমরা খালেদা জিয়াকে মুক্ত করতে চাই কিনা সে সিদ্ধান্ত আমাদের নিতে হবে। বিএনপির মতো একটা দল যে আন্দোলন করার যোগ্যতা রাখে সেই আন্দোলন না করলে খালেদা জিয়া মুক্তি পাবে না। তাই বলছি, ঘরে অনুষ্ঠান করে খালেদা জিয়ার মুক্তি হবে না। আপনারা সবাই স্ব স্ব অবস্থান থেকে প্রস্তুতি নেন। নিশ্চয়ই দল আপনাদের ডাক দেবে। আর যদি ডাক না দেয়, তাহলে আমাদের নিজেদেরই মাঠে নামতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতেই হবে। গয়েশ্বর বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকারের যে ব্যবস্থা নেয়ার কথা ছিল সেটা তারা গ্রহণ করেনি। সরকার সঠিকভাবে ব্যবস্থা নিলে আজকে ডেঙ্গুর এই অবস্থা হতো না। তিনি বলেন, দেশে দৃশ্যমান ডেঙ্গুর পাশাপাশি অদৃশ্যমান ডেঙ্গুও রয়েছে। বিগত ১০ থেকে ১১ বছর ধরে সরকার নামক ডেঙ্গুর কামড়ে দেশে এখন গণতন্ত্র নেই। সরকার নামক ডেঙ্গুর কারণে খালেদা জিয়া জেলখানায় ছটফট করছেন, সেখানে ওষুধও নাই। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের মানুষ মনে করছে আজকে ক্রান্তিলগ্নে খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপিকে খুব বেশি দরকার। তিনি বলেন, এ সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি দাবি করা অরণ্যে রোদন ছাড়া আর কি হতে পারে? তাই সরকারের কাছে দাবি না করে খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে নামতে হবে। আয়োজক সংগঠনের সহ-সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
×