ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু সচেতনতা

প্রকাশিত: ১১:০৬, ৮ আগস্ট ২০১৯

ডেঙ্গু সচেতনতা

স্টাফ রিপোর্টার ॥ আগে শোনা গেছে এডিস মশা বাসাবাড়ির ফুলের টবে জমিয়ে রাখা পানিতে ডিম পাড়ে। মানুষ এসব ধ্বংসও করছে। কিন্তু এবার তো দেখা যাচ্ছে এই মশা এক চা-চামচ পানিতেও ডিম পাড়তে পারে। আর এসব ডিম পানি ছাড়াও প্রতিকূল পরিবেশে অক্ষত থাকে, কখনও এই ডিম পানির সংস্পর্শে এলেই জন্ম নিতে পারে ভয়ঙ্কর এডিস মশা। ফলে ঘরের কোথাও অপরিষ্কার রাখা চলবে না। স্যাঁতসেতে নোংরা পরিবেশতো নয়ই। আর নিয়মিত তদারকিতে মশার বংশ ধ্বংস না করতে পারলে ডেঙ্গু থেকে মুক্তি মেলা কঠিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান কীটতত্ত্ববিদ ডাঃ ভুপেন্দর নাগপাল বলেন, ‘মাত্র এক চা-চামচ পানিতেও এডিস মশা ডিম পাড়ে। যে ডিম পানি ছাড়াও প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। তার মতে বাসাবাড়িতে পানি জমিয়ে রাখার পাত্র, টায়ার, ছাদ, ঘরের ভেতরে থাকা আর্টিফিসিয়াল ঝরনায় ডিম পাড়ে।’ তিনি আরও বলেন, ‘এডিস মশা কেবল বর্ষা মৌসুমে ডিম পাড়ে এমন ধারণা ভুল। প্রকৃত তথ্য হচ্ছে এই মশা বছরের ৩৬৫ দিনই ডিম পাড়ে। এসব ডিম এক বছরেও নষ্ট হয় না। আর পানি পেলে সেই ডিম থেকেই মশা জন্ম নেয়। সঙ্গত কারণে এই মশার লার্ভা ধ্বংস করতে হবে। ফলে এডিস মশার লার্ভাকে ধ্বংস করতে হবে। যেহেতু এডিস পরিচ্ছন্নতা পছন্দ করে তাই ড্রেন বা নোংরা পানির মশা এসে আপনাক কামড়ে যাচ্ছে এটি ঠিক নয়। আপনার ঘরেই আছে এই মশা নামের নীরব ঘাতক। যার ধ্বংসও আপনাকেই করতে হবে। শুধু একা করলেই হবে না প্রতিবেশীর ঘরও যেন এই মশার আবাসস্থল না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
×