ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে বোমায় ৩৪ বাসযাত্রী নিহত

প্রকাশিত: ১১:৩৬, ১ আগস্ট ২০১৯

আফগানিস্তানে বোমায় ৩৪ বাসযাত্রী নিহত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে মহাসড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণে একটি যাত্রীবাহী বাসের অন্তত ৩৪ যাত্রী নিহত হয়েছেন। বুধবার হেরাত ও কান্দাহার সংযোগকারী মহাসড়কের ফারাহ প্রদেশ অংশের আব খোরমায় এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর ইয়াহু নিউজের। মহাসড়ক ধরে বাসটি এগিয়ে যাওয়ার সময় রাস্তায় পেতে রাখা বোমার সঙ্গে বাসের চাকার সংঘর্ষে বোমাটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ফারাহ প্রদেশ পুলিশের মুখপাত্র মোহিবুল্লাহ মোহিব বলেন, ‘আফগানিস্তান ও বিদেশী নিরাপত্তা বাহিনীগুলোকে লক্ষ্য করে তালেবান বিদ্রোহীরা বোমাটি পেতে রেখেছিল।’ তালেবান নতুন করে বোমাটি পেতে রেখেছিল এবং সেটি শক্তিশালী হওয়ায় নিহতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন দেশটির সরকারী ও স্বেচ্ছাসেবক সংস্থার কর্মকর্তারা। বোমাটি তালেবান ‘পেতে রেখেছিল’, কর্মকর্তারা এমন দাবি করলেও তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। দেশটির কর্মকর্তাদের এমন বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে তাৎক্ষণিকভাবে তালেবান কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করা যায়নি। গত প্রায় ১৮ বছর ধরে চলা আফগান যুদ্ধচলাকালীন আগের যে কোন সময়ের তুলনায় বর্তমানে তালেবান দেশটির সবচেয়ে বেশি অংশ নিয়ন্ত্রণ করছে। তালেবান ও ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গীরা প্রায় দৈনিকভিত্তিতে হামলা শুরু করায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই আরও নাজুক হয়ে উঠছে। আগামী মাসে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা আছে। এর আগে এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তালেবান প্রতিনিধিদের শান্তি আলোচনা চলার মধ্যেই বেসামরিক যাত্রীদের ওপর প্রাণঘাতী এ হামলার ঘটনাটি ঘটল। আফগানিস্তানে সশস্ত্র জঙ্গী সংগঠনগুলোর সঙ্গে সরকারী ও বিদেশী নিরাপত্তা বাহিনীগুলোর লড়াইয়ে চলতি বছরের প্রথম ছয় মাসেই অন্তত ৩ হাজার ৮১২ বেসামরিক লোক হতাহত হয়েছেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ।
×