ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কালকিনিতে ১০ কোটি টাকার সোনা নিয়ে দোকান মালিক উধাও

প্রকাশিত: ০৮:৩৮, ১৪ মে ২০১৯

 কালকিনিতে ১০ কোটি  টাকার সোনা নিয়ে  দোকান মালিক  উধাও

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৩ মে ॥ কালকিনিতে বিভিন্ন গ্রাহকদের বন্ধকী প্রায় ১০ কোটি টাকার স্বর্ণালঙ্কার নিয়ে বরুণ চন্দ্র পাল নামের এক জুয়েলার্স ব্যবসায়ী হঠাৎ করে উধাও হয়েছে। এ ঘটনায় ওই দোকানের ৩ শতাধিক গ্রাহক সোমবার সকালে দোকানের সামনে অবস্থায় কর্মসূচী পালন করেন। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসে ওই দোকানটি সিল করে দিয়েছে। বরুন বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্রামের মঙ্গল কৃষ্ণ পালের ছেলে। জানা গেছে, পৌর এলাকার মজিদ বাড়ি (ভুরঘাটা) বাজারের সোনা ব্যবসায়ী বরুন চন্দ্র পাল গ্রামীণ জুয়েলার্স নামের একটি দোকান খুলে প্রায় ২৮ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার ওই দোকানে বিভিন্ন এলাকার গ্রাহকরা তাকে বিশ্বাস করে তার কাছে সোনা বন্ধক রেখে নগদ অর্থ গ্রহণ করতেন এবং গলার হাড়, রুলি, কানের দুল, আংটি ও চেইনসহ বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করার জন্য স্বর্ণ জমা রেখেছিলেন। কিন্তু হঠাৎ করে বরুন চন্দ্র পাল প্রতারণার আশ্রয় নিয়ে সোমবার ভোর রাতে সমস্ত নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে দোকান তালাবদ্ধ করে পালিয়ে যান। সকালে বিষয়টি জানাজানি হয়ে গেলে ওই গ্রামীণ জুয়েলার্সের মালিক বরুন চন্দ্র পালকে দ্রুত গ্রেফতারের দাবিতে দোকানের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন গ্রাহকরা। এ খবর পেয়ে কালকিনি থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোকানটিকে সিলগালা করে দেন।
×