ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঈদের আগেই চালু

সৈয়দপুরে প্রস্তুত হচ্ছে রেলের ৪০ কোচ

প্রকাশিত: ১০:২৫, ১০ মে ২০১৯

 সৈয়দপুরে প্রস্তুত হচ্ছে রেলের ৪০ কোচ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পশ্চিমাঞ্চল রেলওয়েতে গত ২৫ এপ্রিল হতে রাজশাহী-ঢাকা-রাজশাহী পথে ননস্টপ বনলতা আন্তঃনগর ট্রেন চালু হয়েছে। এবার ঢাকা হতে দেশের দীর্ঘ রেলপথ উত্তরাঞ্চলের পঞ্চগড় পর্যন্ত আরেকটি ননস্টপ ট্রেন চালু হতে যাচ্ছে। ট্রেনটির নামকরণ এখনও করা হয়নি। ধারণা করা হচ্ছে বনলতার মতোই নতুন এই ট্রেনের নামটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাই রাখবেন। আশা করা হচ্ছে আগামী ২০ মের মধ্যে ঢাকা-পঞ্চগড় রুটে নতুন ননস্টপ ট্রেন চালু হতে পারে। এই ট্রেনটি বনলতার মতোই ইন্দোনেশিয়া থেকে আমদানি করা অত্যাধুনিক কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলকারখানায় সংযোজন করা হবে। এর পাশাপাশি সৈয়দপুর রেল কারখানায় মেরামত করা ৪০টি পুরাতন রেলকোচ। ঈদের আগেই এসব মেরামত করে ঢাকা-পার্বতীপুর, ঢাকা- খুলনা রেলপথে বিশেষ ট্রেন চালানো হবে। পাশাপাশি যে সকল ট্রেন বিভিন্ন রেলপথে চলাচল করছে সেখানে বাড়তি কোচ সংযোগ করা হবে। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) জয়দুল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়গুলো উল্লেখ করে জানান ঈদ-উল-ফিতরে যাত্রীসেবা দিতে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৪০টি কোচের (রেলযান) ভারি মেরামত চলছে। গোটা রমজান মাস জুড়ে ওই মেরামত কাজ চলবে কারখানায়। পরে এসব কোচ আগামী ৩ জুনের মধ্যে রেলওয়ের পরিবহন বিভাগে হস্তান্তর করা হবে। ঈদে ঘরমুখী যাত্রীদের বেশি সেবা দিতেই প্রতিবছরের মতো এবারও এ পদক্ষেপ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তিনি বলেন এ সব রেলকোচ মেরামতে রাজস্ব খাত হতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা। রেলওয়ে কারখানার নিয়মিত কাজের বাইরে ওই কোচগুলো মেরামত করা হচ্ছে। ৭ মে হতে থেকে মেরামত কাজ শুরু হয়। এতে করে সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপ, বগি শপ, জেনারেল ওভার হোলিং শপ, পেইন্ট শপসহ সবখানে কর্মব্যস্ততা চলছে। শ্রমিক-কর্মচারীরা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন কোচ মেরামতের কাজ। কেননা এ সময় যাত্রীসেবার বিষয়টি মাথায় রেখে অতিরিক্ত কোচ মেরামতের চাপ থাকে। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত কাজ করতে হয় শ্রমিক-কর্মচারীদের। এদিকে পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রেলপথে যে নতুন ননস্টপ ট্রেন চালু হতে যাচ্ছে- সেটি পঞ্চগড় ছেড়ে রুহিয়া, ঠাকুরগাঁও, সেতাবগঞ্জ, মঙ্গলপুর, বিরল, দিনাজপুর ও পার্বতীপুর রেলস্টেশনে যাত্রী নিয়ে ঢাকা পর্যন্ত ননস্টপ চলবে।
×