ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, কম বিহারে

প্রকাশিত: ১০:৫৯, ১৩ এপ্রিল ২০১৯

 সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, কম বিহারে

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের প্রথমপর্বে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে গড়ে ৮০ দশমিক ৯ শতাংশ ভোট পড়েছে। আর এ দফায় সবচেয়ে কম ভোট পড়েছে বিহারে। খবর এনডিটিভি অনলাইনের। ওই রাজ্যে ভোট পড়েছে ৫০ দশমিক ৩ শতাংশ ত্রিপুরা থেকে শুরু করে নাগাল্যান্ড, মনিপুর এবং সিকিমেও তেমন ভোট পড়েনি। অরুণাাচল প্রদেশে ভোট পড়েছে ৭৯ দশমিক ১ শতাংশ। মেঘালয় এবং মিজোরামে ভোট পড়েছে ৬০ শতাংশ। ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে ভোট পড়েছে ৫৯ দশমিক ৮ শতাংশ। অন্ধ্রপ্রদেশে ১৭৫ বিধানসভা আসন এবং ২৫ লোকসভা আসনে ভোট নেয়া হয় বৃহস্পতিবার। অন্ধ্রে ভোট পড়েছে ৭৮ দশমিক ৮ শতাংশ। এদিকে প্রথম দফার ভোটের পরেই রিগিংয়ের অভিযোগে সরব বিরোধীরা। বাম থেকে শুরু করে কংগ্রেস এবং বিজেপি সকলেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। নতুন করে ভোট নেয়ার দাবিও তুলেছে তারা। বামদের অভিযোগ পশ্চিমবঙ্গে তাদের প্রার্থী গোবিন্দ রায়কে আক্রমণ করা হয়েছে। অন্যদিকে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের অভিযোগ আলিপুরদুয়ার এবং কোচবিহরের দশ শতাংশ বুথে বিরোধীদের বসতে দেয়া হয়নি। কোন কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে আর কোথায় থাকবে না তা ঠিক করার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তার অভিযোগ শাসক দলকে সুবিধা পাইয়ে দিতে রাজ্য পুলিশ বুথ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।
×