ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চিকিৎসকের নামে আদালতে মামলা আইনজীবীর

প্রকাশিত: ১০:৫৭, ৪ এপ্রিল ২০১৯

চিকিৎসকের নামে আদালতে মামলা আইনজীবীর

কোর্ট রিপোর্টার ॥ পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালের একজন চিকিৎসকের বিরুদ্ধে অপেশাদারসুলভ আচরণের অভিযোগ এনে সম্প্রতি ঢাকার সিএমএম আদালতে মামলা করেছেন একজন আইনজীবী। চিকিৎসক ডাঃ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের কাছে চিকিৎসা নিতেন বাদীর সন্তান বি এম এনায়েত হাসান তানভীর। বাদী জানিয়েছেন, আদালত সূত্রাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী ধার্য তারিখ হচ্ছে ৮ এপ্রিল। বাদী এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসের অভিযোগ, সংশ্লিষ্ট চিকিৎসক বাদী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে এমন আচরণ করেছেন যা বাদীর পরিবার শুধু নয় আইনজীবী সমাজের জন্যও মানহানিকর। বাদী গতকাল বুধবার ঢাকা কোর্ট রিপোর্টার্স এ্যাসোসিয়েশন দফতরে এসে অভিযোগ করে বলেন, চলতি বছর তিনি তার সন্তানকে তিনবার ন্যাশনাল মেডিক্যালে নিয়ে যান চিকিৎসার জন্য। ওষুধে কাজ না করায় গত ১২ মার্চ তিনি চর্মরোগের চিকিৎসক মোস্তাফিজুর রহমানের কাছে গেলে তাদের ১৬ মার্চ যেতে বলা হয়। তবে ১৬ মার্চ যাওয়ার পরও অভিযুক্ত চিকিৎসক সময় নেই বলে অজুহাত দেখান এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বাদী আরও বলেন, চিকিসৎক তাকে বলেন ‘আইনজীবী মানেই পরধন লোভী’। তারপর তিনি তার কক্ষের সহকারী মোঃ বিল্লালকে দিয়ে রোগী ও তার অভিভাবকদের হাসপাতাল থেকে অপমানজনকভাবে বের করে দেন।
×