ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সানসিল্ক ডিভাসের উইনিং ব্যান্ড নিয়ে চমক

প্রকাশিত: ০৯:৩৯, ৭ মার্চ ২০১৯

সানসিল্ক ডিভাসের উইনিং ব্যান্ড নিয়ে চমক

আমাদের সবার লাইফে অনেক চ্যালেঞ্জ আছে, সমাজের বিভিন্ন প্রত্যাশা পূরণের চাহিদা আছে। সানসিল্ক (ঝঁহংরষশ) বিশ্বাস করে প্রতিটি মেয়েরই সুযোগ পাওয়া উচিত সব চ্যালেঞ্জকে পেছনে ফেলে নিজের প্যাশনকে এক্সপ্লোর করার। আর সেজন্যই ঝঁহংরষশ এবং ঈৎবরহংব খঃফ. নিয়ে এসেছে ‘সানসিল্ক ডিভাস’- তাদের জন্য যারা নিজেদের গান গাওয়ার প্যাশনকে এক্সপ্লোর করতে চায় এবং গড়তে চায় দেশের প্রথম অল ফিমেল প্রফেশনাল মিউজিক ব্যান্ড। এরই ধারাবাহিকতায় গত ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া ‘সানসিল্ক ডিভাস’ অল গার্ল রিয়েলিটি শো-এর আর মাত্র কয়েকটি এপিসোড বাকি! তারপরই সবার সামনে চলে আসবে বাংলাদেশের প্রথম অল গার্ল প্রফেশনাল ব্যান্ড। ৩ হাজার সাবমিশনের মধ্য থেকে মাত্র ২০ প্রতিযোগী নিয়ে শুরু হয় সানসিল্ক ডিভাসের মূল পর্ব। প্রতিটি এপিসোড সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন থিমে। অষ্টম এপিসোডের থিম ছিল পিয়ানো, যেখানে প্রতিযোগীদের সঙ্গে পিয়ানোতে ছিলেন দেশবরেণ্য পিয়ানো শিল্পী রোমেল আলী। জাজ্ প্যানেলে যোহাদ রেজা চৌধুরী, শারমিন সুলতানা সুমি, হৃদয় খান এবং আলিফ আলাউদ্দিনের সঙ্গে যুক্তছিলেন ট্যালেন্টেড মিউজিশিয়ান রাফা। অষ্টম এপিসোড শুরু এবং শেষ হয় ১০ প্রতিযোগী নিয়ে, কারণ ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ২ প্রতিযোগী যুক্ত হয় এবং এপিসোড শেষে ২ এলিমিনেট হয়ে যায়। পিয়ানোর সঙ্গে ‘তুমি আকাশের বুকে’ গানটি গয়েজাজ্দের মুগ্ধ করেন পিসোডের সেরা পারফর্মার মৌ। পরবর্তী এপিসোড সাজানো হয়েছে সদ্যপ্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর জন প্রিয় সব গান দিয়ে, যেখানে স্পেশাল জাজ হিসেবে উপস্থিত থাকবেন ওয়ারফেজ ব্যান্ডের টিপু। সানসিল্ক ডিভাস উইনিং ব্যান্ডের সঙ্গে দুটি এ্যালবামের চুক্তি করবে সনিডিএডিসি এবং এই ব্যান্ড বলিউড সিনেমার একটি ট্র্যাকে গান গাইবে। সানসিল্ক ডিভাসের প্রতিটি পর্বেই যেমন সারপ্রাইজ ছিল তেমনটা সামনেও থাকবে, তাই টানটান উত্তেজনার এই রিয়েলিটি শো দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার রাত ১০টায় দীপ্ত টিভির পর্দায় অথবা সাবস্ক্রাইব করুন ঝঁহংরষশঐধরৎ ঊীঢ়বৎঃং ইউ-এর ইউটিউব চ্যানেলে। -বিজ্ঞপ্তি
×