ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে প্রবাসী হত্যার দায়ে ২ ভাইয়ের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১২:০৩, ৩১ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামে প্রবাসী হত্যার দায়ে ২ ভাইয়ের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের ফটিকছড়িতে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসীকে কুপিয়ে হত্যার অপরাধে দুই ভাইয়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। দণ্ডিত দুই আসামি হলেন জাহেদুল আলম ও খোরশেদ আলম। বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মোঃ আবদুল হালিম এ রায় প্রদান করেন। তবে দণ্ডিত দু’জনই জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১১ এপ্রিল ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামে খুন হন প্রবাসী মোঃ ইউনুস সারেং। জমি নিয়ে বিরোধ মেটাতে তিনি বৈঠক করছিলেন জাহেদুল আলম ও খোরশেদ আলমের সঙ্গে। ওই বৈঠকে ইউনুস তার চাচাত ভাই হাসানকেও নিয়ে যান। সেখানে বাদানুবাদের একপর্যায়ে ইউনুস ও হাসানকে মারধর এবং কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ইউনুস। এ বিষয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলায় হামলাকারী দুই ভাইকে আসামি করা হয়। পুলিশ ওই বছরের ৫ জুন আদালতে মামলাটির চার্জশীট দাখিল করে। ২০১২ সালের ১২ ফেব্রয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। এরপর ২০১৭ সালে এ মামলা আসে দ্রুতবিচার ট্রাইব্যুনালে। মোট ১৩ জনের সাক্ষ্যে দুই সহোদরের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদ- এবং প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেয়।
×