ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের

প্রকাশিত: ০৬:৩৬, ১৫ জানুয়ারি ২০১৯

অকারণে দর বাড়ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এর অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ১৩ জানুয়ারি নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ৭ জানুয়ারি থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়েই চলেছে। ওই দিন থেকে বেড়ে শেয়ারটির দর দাঁড়ায় ২৩ টাকা ৫০ পয়সা। আলোচিত সময়ে শেয়ারটির দর ২২ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২৪ টাকা ৫০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার জেড ক্যাটাগরিতে নামল ডেল্টা স্পিনার্স শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা স্পিনার্স লিমিটেড ‘জেড’ ক্যাটাগরিতে পতিত হয়েছে। আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডেল্টা স্পিনার্স কর্তৃপক্ষ ২০১৮ সালে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে। যাতে কোম্পানিটির শেয়ারে মার্জিন ঋণ বন্ধ থাকবে। সোমবার ডেল্টা স্পিনার্সের শেয়ার দর দাঁড়িয়েছে ৮.১ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×