ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আইইবি স্টুডেন্ট চ্যাপ্টারের যাত্রা শুরু আজ

প্রকাশিত: ০৬:২২, ১২ ডিসেম্বর ২০১৮

 আইইবি স্টুডেন্ট চ্যাপ্টারের যাত্রা শুরু আজ

আজ ১২ ডিসেম্বর ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উদযাপনের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর স্টুডেন্ট চ্যাপ্টারের যাত্রা শুরু হচ্ছে। আইইবি’র কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ‘টেকনোভেশন’ নামে একটি ব্যতিক্রমী অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এই স্টুডেন্ট চ্যাপ্টারের যাত্রা শুরু হবে। আইইবির স্টুডেন্ট চ্যাপ্টারের প্রতিষ্ঠা এবং টেকনোভেশন অনলাইন কুইজ আয়োজনের মধ্য দিয়ে ২০০৮ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ডিজিটাল বাংলাদেশ’ নামে এক স্বপ্নের কথা প্রথম ঘোষণা করেন। এই বিশেষ দিনটিকে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে তা উদযাপনের জন্য দেশজুড়ে বেশকিছু ইভেন্ট আয়োজন হয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষাকে কাজে লাগিয়ে প্রযুক্তিগত এবং উদ্ভাবনী উপায়ে বাস্তব জীবনের সমস্যাসমূহের সমাধান বের করে সেগুলোর ভিত্তিতে কর্মসংস্থান তৈরিতে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। তাই শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পরিবর্তে নজর দেয়া হচ্ছে উদ্ভাবনী এবং উদ্যোক্তাভিত্তিক দক্ষতাগুলোর ওপর। ‘টেকনোভেশন’ মূলত অনলাইনভিত্তিক টেক-এন্ট্রাপ্রেণরশীপ সম্পর্কিত একটি কুইজ প্রতিযোগিতা। যেখানে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা। এই কুইজটি আয়োজনে টেকনিক্যাল সহায়তা প্রদান করছে সায়েন্স পাঠশালা। যা মূলত অনলাইনভিত্তিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এই উদ্যোগটির সঙ্গে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্ত করতে সাহায্য করছে ইয়াং বাংলা প্ল্যাটফর্মের ক্যাম্পাস এম্বাসেডররা। -বিজ্ঞপ্তি
×