ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুত স্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৬, ৪ ডিসেম্বর ২০১৮

রাজধানীতে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুত স্পৃষ্ট হয়ে মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম রফিক (৩৬) নামের এক ব্যক্তি এবং রামপুরায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে নাসির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ঘটনা দুটি ঘটে। পুলিশ জানায়, বাইসাইকেল চালিয়ে গুলশানে যাওয়ার সময় উত্তর বাড্ডার হোসেন মার্কেটের সামনে বাস চাপায় রফিকের মৃত্যু হয়। নিহত রফিক কুমিল্লা জেলার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মনিরুদ্দিন ভূঁইয়ার ছেলে। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে উত্তর বাড্ডা বাওলিয়াপাড়া মসজিদ সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি গুলশান-১ নম্বরে ব্যক্তি মালিকানাধীন একটি প্রাইভেটকার চালাতেন। সোমবার দুপুর একটার দিকে রামপুরার দক্ষিণ বনশ্রীতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে নাসির হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নাসির টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার খিলগাতী গ্রামের মোঃ হোসেন আলীর ছেলে। তিনি দক্ষিণ বনশ্রীর জি-ব্লক এলাকায় থাকতেন। স্থানীয় অন্তরঙ্গ ডট কম নামের একটি ইন্টারনেট সরবারহকারী প্রতিষ্ঠানে ক্যাবল অপারেটর হিসেবে কাজ করতেন। পুলিশ জানায়, দক্ষিণ বনশ্রীর ফরাজি ডেন্টাল হাসপাতালের সামনে একটি বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তার লাগানোর সময় বিদ্যুত স্পৃষ্ট হয়ে নিচে পড়ে গেলে নাসিরের মৃত্যু হয়।
×