ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

খুলনা কর অঞ্চলে ৪২ কোটি টাকা আদায়

প্রকাশিত: ০৫:০৪, ২৩ নভেম্বর ২০১৮

 খুলনা কর অঞ্চলে ৪২ কোটি টাকা আদায়

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সপ্তাহব্যাপী আয়কর মেলায় খুলনা কর অঞ্চলে ৪২ কোটি ৮ লাখ ১৪ হাজার ২৪৬ টাকা আয়কর জমা পড়েছে। ২০১১ সাল থেকে আয়কর মেলার আয়োজন করা হলেও এবার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর আয়কর মেলায় খুলনাসহ ১০ জেলা ও ছয়টি উপজেলার রিটার্ন দাখিল করেছেন ৪৩ হাজার ৪৮৩ জন, নতুন ইটিআইএন এক হাজার ৪৫৩ জন এবং ৪২ কোটি আট লাখ ১৪ হাজার ২৪৬ টাকা জমা হয়েছে। আয়কর মেলার পরিবেশ ছিল উৎসব মুখর। মেলায় সহজে ফরম পূরণ ও রিটার্ন দাখিল করতে পেরে সকল করদাতা খুশি। এর আগে ২০১৭ সালে ২৯ কোটি ১৪ লাখ ৫৫ হাজার ৬৬৮ টাকা আয়কর জমা পড়েছিল। মেলা থেকে সেবা গ্রহণ করেছিলেন ৫৪ হাজার ৫৭০ জন। রিটার্ন দাখিল করেছিলেন ২৭ হাজার ৮১২ জন। রি-রেজিস্ট্রেশন গ্রহণ করেছিলেন ৫ জন ও নতুন টি-আইএন গ্রহণ করেছিলেন ১ হাজার ১৯৬ জন।
×