ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

হত্যার পর এক নারীকে ড্রামে লুকিয়ে রাখা সেই ঘাতক গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৩, ৬ নভেম্বর ২০১৮

হত্যার পর এক নারীকে ড্রামে লুকিয়ে রাখা সেই ঘাতক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে এক নারী হত্যার পর ড্রামে লুকিয়ে রেখে বাসায় তালা ঝুলিয়ে পালিয়ে যাওয়া সেই ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতের নাম সেলিম আহমেদ (৩২)। রবিবার গভীর রাতে সিলেটের মৌলভীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সেলিম প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সেলিম হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় ২ নবেম্বও মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় সেলিমকে আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক রাজিব মিয়া জানান, গ্রেফতারকৃত সেলিম জিজ্ঞাসাবাদে জানায়, গত জানুয়ারি মাস থেকে আমি (সেলিম) ও আঁখি ওই বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেই। এরই মধ্যে গত ২৩ অক্টোবর রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ২৪ অক্টোবর সকালে আঁখিকে বাথরুমের পাশে গলাটিপে হত্যা করি। এরপর বাথরুমে থাকা একটি পানির ড্রাম খালি কওে ভেতরে আঁখির লাশ ঢুকিয়ে রাখি। পরে ড্রামের মুখ স্কচটেপ দিয়ে বন্ধ করে দেই। এরপর বাইওে থেকে বাসায় তালা দিয়ে পালিয়ে যাই। জিজ্ঞাসাবাদে সেলিম আরও জানায়, ঘটনার পর সে ঢাকা থেকে চলে যায়। সে একেক সময় একেক জায়গায় অবস্থান করে। পরে মৌলভীবাজারে এসে অবস্থা নেয়। এস আই রাজিব মিয়া জানান, পরে পুলিশ তথ্যপ্রযুক্তির ব্যবহার করে তার অবস্থান শনাক্ত কওে মৌলভীবাজার থেকে গ্রেফতার করা হয়। মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) মোঃ শরিফুল ইসলাম জানান, ঢাকা উদ্যান এলাকার ওই বাড়ির যে কক্ষে লাশটি পাওয়া যায়, সেটি গত জানুয়ারি মাসে সেলিম নামে একজন ভাড়া নেয়। নিহত নারীকে সেলিমের স্ত্রী হিসেবে জানতেন প্রতিবেশীরা। পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর রাতে ঢাকা উদ্যানের বি-ব্লকের একটি বাড়ির তালাবদ্ধ ফ্ল্যাটে বাথরুমের ড্রামের ভেতর থেকে আঁখি আক্তারের (২৮) লাশ উদ্ধার করে পুলিশ। বাড়ির মালিক আনিছুর রহমান ও ম্যানেজার পারভেজ আহমেদের সামনেই পুলিশ ওই দিন রাত ১২টার দিকে লাশ উদ্ধার কওে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই বাড়ির ভাড়াটিয়ারা জানান, বাসাটি পাঁচ দিন ধরে তালাবদ্ধ ছিল। ৩০ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে দুর্গন্ধ বের হলে অন্য ভাড়াটিয়ারা বাড়ির ম্যানেজার পারভেজ আহমদের কাছে অভিযোগ করেন। ম্যানেজার ওইদিন রাত ১০ টার দিকে ফ্ল্যাটের জানালা খোলার পর আরও দুর্গন্ধ বের হলে তিনি সেলিমকে ফোন দেন। সেলিম বাড়ির ম্যানেজারকে আসছি বলে মোবাইল বন্ধ করে দেয়। পরে বাড়ির মালিক বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে দরজা ভেঙ্গে ড্রামের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। ওই নারীর জাতীয় পরিচয়পত্র থেকে পুলিশ তার পরিচয় জানতে পারে।
×