ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মোবাইলে অপ্রয়োজনীয় মেসেজ কমানোর প্রস্তাব

প্রকাশিত: ০৬:১০, ২৪ অক্টোবর ২০১৮

মোবাইলে অপ্রয়োজনীয় মেসেজ কমানোর প্রস্তাব

সংসদ রিপোর্টার ॥ কারণে অকারণে মোবাইল অপারেটরদের খুদে বার্তা এসএমএসে মেসেজ বিরক্ত সংসদ সদস্যরাও। এ নিয়ে বিভিন্ন সময় গ্রাহকরা অভিযোগ করলেও আমলে নেয়নি মোবাইল অপারেটর কোম্পানিগুলো। এবার খোদ সংসদীয় কমিটিতেই ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাই বিটিআরসিকে মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে এসএমএস কমানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন সংসদীয় কমিটি। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ওই প্রস্তাব করা হয়। কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য জুনাইদ আহমেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাচানুর রহমান (রিমন), শেখ আফিল উদ্দিন এবং হোসনে আরা লুৎফা ডালিয়া অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার বৈঠকে যোগদান করেন।
×