ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

তিন নাটকে রাশেদ সীমান্ত

প্রকাশিত: ০৭:২৭, ১১ সেপ্টেম্বর ২০১৮

তিন নাটকে রাশেদ সীমান্ত

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-ফিতরে প্রচার হওয়া ‘যেই লাউ সেই কদু’ নাটকের সিকুয়্যাল ‘যেই লাউ সেই কদু-২’। এক সপ্তাহে ইউটিউবে কমেডি নির্ভর এ নাটকের ভিউয়ার্স সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। দু’টি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বৈশাখী টিভির মার্কেটিং ইনচার্জ রাশেদ সীমান্ত। ওই নাটকে জনপ্রিয় অভিনেত্রী অহনার সঙ্গে রাশেদ সীমান্তর প্রাণবন্ত অভিনয় উপভোগ করে দর্শক। ঈদ-উল-আজহায় বৈশাখী টেলিভিশনে প্রচার হওয়া ধারাবাহিক ‘বউয়ের দোয়া পরিবহন’ নাটকেও অভিনয় করেন রাশেদ সীমান্ত। অন্যদের সঙ্গে এ নাটকে রাশেদ সীমান্তের অভিনয় প্রশংসিত হয়। তিন নাটকের অভিনেতা রাশেদ সীমান্তের অভিনয় ক্যারিয়ার অল্প সময়ের। এরই মধ্যে অনেকের চেনা জানা হয়ে গেছেন। অনেক নির্মাতাই তাকে নিয়ে নাটক নির্মাণের আগ্রহ প্রকাশ করছেন। রাশেদ সীমান্ত বলেন, শখের বশেই অভিনয় করি। মাঝে মধ্যে স্কুল, কলেজের মঞ্চে উঠেছি। অভিনেতা হওয়ার স্বপ্নও কখনও ছিল না। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমি যেন সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমার জীবনের সবকিছুর জন্য মহান আল্লাহতায়ালার পর আমার মায়ের কাছে আমি কৃতজ্ঞ। এরপর কৃতজ্ঞতা প্রকাশ করছি বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন স্যারের প্রতি। যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং শিখছি।
×