ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

খেলা নিয়ে সংঘর্ষ

শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৫৬, ৬ সেপ্টেম্বর ২০১৮

শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৫ সেপ্টেম্বর ॥ রাজৈরে গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদ্রাসা পর্যায়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুদল খেলোয়াড়ের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ছাত্র আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিদাসদী-মহেন্দ্রী উচ্চ বিদ্যালয়ে। জানা গেছে, মঙ্গলবার গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদ্রাসা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট খেলা স্থানীয় কবিরাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ খেলায় হরিদাসদী-মহেন্দ্রী উচ্চ বিদ্যালয় ১-০ গোলে হোসেনপুর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জয় লাভ করে। খেলার শেষার্ধে মাঠে ফাউল করাকে কেন্দ্র করে দুদল খেলোয়াড়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। এ সংঘর্ষে উভয় দলের অন্তত ১০ ছাত্র আহত হয়।
×