ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩৪, ২ সেপ্টেম্বর ২০১৮

টুকরো খবর

রংপুরে বিদ্যুতস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১ সেপ্টেম্বর ॥ বদরগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ফাউজিয়া বেগম (২৪) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার সকালে বদরগঞ্জ পৌরশহরের বালুয়াভাটা প্রফেসরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকালে বাথরুমে গোসল করতে যান স্কুলশিক্ষিকা ফাউজিয়া বেগম। এ সময় মা আফরোজা বেগম বাড়ির ত্রুটিপূর্ণ বৈদ্যুতিকতারে স্পৃষ্ট হয়ে চিৎকার করলে ভেজা গায়েই বাথরুম থেকে বেরিয়ে মাকে বাঁচাতে যান তিনি। এতে তার মা বেঁচে গেলেও বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ফাউজিয়া বেগম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ফাউজিয়া ওই এলাকার আব্দুল মান্নানের মেয়ে এবং হলি চাইল্ড স্কুলের শিক্ষক কামরুজ্জামানের স্ত্রী। তিনি নিজেও হলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা ছিলেন। . নওগাঁয় কৃষক নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শনিবার দুপুরে মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর (খাঁ-পাড়া) গ্রামের মাঠে ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন খাঁ (৬০) নামে এক কৃষক মারা গেছেন। স্থানীয় বিদ্যুত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের গাফলতির কারণেই কৃষকের এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মামুনুর রশিদ জানান, শনিবার বেলা ১১টার দিকে মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর গ্রামের মৃত শশী খাঁর ছেলে মকবুল হোসেন খাঁ চলতি মৌসুমের আমন ধান রোপণের জন্য মাঠে জমি প্রস্তুত করার জন্য যান। কোদাল দিয়ে জমি প্রস্তুত করার সময় জমিতে থাকা বিদ্যুতের পোলের টানা তারের সঙ্গে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি । . চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার দুই স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার ভোরে নগরীর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার টেকনাফ থানার মোঃ ফরিদ মিয়া ও মোঃ আবদুল্লাহ। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে ইয়াবাসহ এদের গ্রেফতার করা হয়েছে। ইয়াবার চালানটি এসেছে টেকনাফ থেকে। . টেকনাফে রোহিঙ্গা স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, টেকনাফে আবাসিক হোটেলে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে। শুক্রবার রাতে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে আবাসিক হোটেল স্কাই ভিউয়ের ২য় তলার ১০৮নং কক্ষে ক্রেতা সেজে এ অভিযান চালায়। জানা গেছে, টেকনাফে একাধিক আবাসিক হোটেলে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদকের অপতৎপরতা চালিয়ে আসছিল। র‌্যাব ক্রেতা সেজে ওই চক্রের সঙ্গে হাত মেলাতে তৎপরতা শুরু করে। শুক্রবার রাতে ৭ হাজার ৬৫৩ ইয়াবা বড়িসহ থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের ১৪নং ব্লকের ১৪৫নং কক্ষের আশ্রিত রোহিঙ্গা মমতাজ মিয়ার পুত্র হামিদুল হাসানকে আটক করতে সক্ষম হয়। . কৃষি জমিতে ইটভাঁটি বন্ধের দাবি নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১ সেপ্টেম্বর ॥ সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের কামারদুলিয়া গ্রামে কৃষিজমিতে অবৈধভাবে ইটভাঁটি নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কামারদুলিয়া গ্রামের সচেতন জনগোষ্ঠী ও স্থানীয় কৃষকদের উদ্যোগে সুজানগর-চিনাখড়া সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন শেষে নির্মাণাধীন ভাঁটির পাশে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নার্সারি মালিক কামরুল হাসান, আবদুল বারেক, আবু জাফর মৃধা, কৃষক জালাল উদ্দিন মৃধা প্রমুখ। . প্রেমিকের বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১ সেপ্টেম্বর ॥ বিয়ের দাবিতে প্রেমিকা সুমী হাজির বদরুলের গ্রামের বাড়ি উপজেলা নবীগঞ্জের মোতাজিলপুরে। দিনব্যাপী বাড়ির আঙ্গিনায় সুমীর অবস্থান ধর্মঘট। তবুও প্রেমিক বা তার পরিবারের সদস্যরা একটুও নড়ছিল না। এরই প্রতিবাদে অভিমানী সুমী আত্মহত্যার পথ বেছে নেয়। শুক্রবার রাত ৮টার দিকে প্রেমিক ও তার পরিবারের সদস্যদের সম্মুখেই সুমী তার মুখে বিষ ঢেলে দিয়ে ছটফট করতে থাকে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় দ্রুত সুমীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়। কর্তব্যরত ডাক্তারের ভাষ্য, সুমী এখনও আশঙ্কামুক্ত নয়। সুমী ওই গ্রামের হামিদুর রহমান কাছন মিয়ার পুত্র। আর প্রেমিক বদরুলও একই গ্রামের আব্দুল হাদির পুত্র এবং অটোরিক্সা চালক। . কারখানার মালিকসহ দু’জনের দন্ড স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার কুতুবআইল এলাকায় এসএস এগ্রো ফুড প্রোডাক্টস নামের একটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-১১ সদস্যরা। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন্নেসা অনুমোদনবিহীন ও ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে ওই কারখানার মালিক মোঃ সাত্তার মোল্লা ও তার ভাই কারখানার ইনচার্জ আজিজ মোল্লাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই কারখানার ভেজাল পণ্য ধ্বংস করারও নির্দেশ দিয়েছেন। শনিবার দুপুরে র‌্যাব-১১ এর একটি টিম ওই কারখানায় অভিযান চালায়। শনিবার বিকেলে র‌্যাব-১১ এর সিদ্ধিরগঞ্জের আদমজীর প্রধান কার্যালয়ের এএসপি মোঃ নাজমুল হাসানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। . মান্দায় অগ্নিকান্ড নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ সেপ্টেম্বর ॥ শনিবার সকাল ৮টার দিকে নওগাঁর মান্দায় অগ্নিকান্ডে একটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। জানা গেছে, কেশবপুর গ্রামের এরশাদ আলীর বাড়িতে শনিবার সকালে রান্নাঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
×