ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়া এখনও মারাত্মক হুমকি ॥ জাপান

প্রকাশিত: ০৫:২২, ২৯ আগস্ট ২০১৮

উ. কোরিয়া এখনও মারাত্মক হুমকি ॥ জাপান

জাপান দাবি করেছে, উত্তর কোরিয়া এখনও মারাত্মক ও আসন্ন হুমকি। কোরীয় উপদ্বীপে কূটনীতিক প্রচেষ্টা শুরুর পর দেশটির প্রথম বার্ষিক প্রতিরক্ষা পর্যালোচনায় জাপান মঙ্গলবার এ দাবি করে। এএফপি। জাপানের ২০১৮ সালের প্রতিরক্ষা শ্বেতপত্রে সামরিক শক্তি হিসেবে চীনের উত্থানের বিষয় পর্যালোচনা করা হয়। এতে বলা হয়েছে, বেজিংয়ের তৎপরতায় জাপানসহ ওই অঞ্চলের দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। গতবছর উত্তর কোরিয়ার সঙ্গে তীব্র উত্তেজনা চলার সময় জাপানের প্রতিরক্ষা পর্যালোচনা প্রকাশ করা হয়েছিল। তখন উত্তর কোরিয়া একের পর এক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছিল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতার মধ্যে তীব্র বাগ্যুদ্ধ চলছিল। ট্রাম্প তখন বলেন, পিয়ংইয়ং হুমকি দেয়া অব্যাহত রাখলে উত্তর কোরিয়াকে গুড়িয়ে দেয়া হবে। তবে এর পর থেকেই বৈরিতা অবসানে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি পরিলক্ষিত হয়। গত ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠকের চূড়ান্ত পরিণতি পায়। এসব সত্ত্বেও টোকিও মঙ্গলবার জোর দিয়ে বলেছে, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির প্রশ্নে আমাদের দৃষ্টিভঙ্গির কোন পরিবর্তন হয়নি।
×