ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

২৩ কোম্পানির দর অভিহিত মূল্যের নিচে

প্রকাশিত: ০৪:২৮, ২০ আগস্ট ২০১৮

 ২৩ কোম্পানির দর অভিহিত মূল্যের নিচে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে বর্তমানে মিউচুয়াল ফান্ড ব্যতীত ৩০১টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ২৩ কোম্পানির শেয়ারদর অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে। এর মধ্যে সম্প্রতি আইপিও অনুমোদন পাওয়ার নতুন কোম্পানির সংখ্যাও কম নয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, গত ৫-৭ বছরে কিছু নিম্নমানের কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করা হয়েছে। এসব কোম্পানি বাজারের উন্নয়নে কোন ভূমিকা তো রাখেইনি বরং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাতে মনে হচ্ছে আইপিও অনুমোদনের আগে ভালভাবে যাচাই-বাছাই করা হয়নি। অভিহিত মূল্যের নিচে থাকা কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ব্যাংক, ফাস্ট ফাইন্যান্স, বেক্সিমকো সিনথেটিক্স, ফেডারেল ইন্স্যুরেন্স, তাল্লু স্পিনিং, ইউনাইটেড এয়ার, ম্যাকসন্স স্পিনিং, আইসিবি ইসলামিক ব্যাংক, কেয়া কসমেটিকস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, সিএ্যান্ডএ টেক্সটাইল, পিপলস লিজিং, জেনারেশন নেক্সট ফ্যাশন, ফেমিলিটেক্স, ডেল্টা স্পিনার্স, এমারেল্ড অয়েল, ফারইস্ট ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), তুং হাই নিটিং এ্যান্ড ডাইং, বিচ হ্যাচারি, ঢাকা ডাইং, মেট্রো স্পিনিং ও গোল্ডেন সন। অভিহিত মূল্যের নিচে অবস্থান করা কোম্পানিগুলোর মধ্যে ৬টি বা ২৬ শতাংশ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়েছে বর্তমান বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আমলে।
×