ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শোক দিবসে সরকারী প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০৬:২০, ১৬ আগস্ট ২০১৮

শোক দিবসে সরকারী প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া মাহফিল

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গত মঙ্গল ও বুধবার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছেÑ কৃষি তথ্য সার্ভিস, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর প্রেস বিজ্ঞপ্তি ও আইএসপিআরের। কৃষি তথ্য সার্ভিস ॥ জাতির পিতার শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার কৃষি তথ্য সার্ভিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে কৃষি তথ্য সার্ভিস এ সভার আয়োজন করে। কৃষিবিদ ড. মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মোহম্মদ মহসীন। প্রধান বক্তা ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য অফিসার কৃষিবিদ ড. খালেদ কামাল। আইইবি ॥ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আইইবির সেমিনার কক্ষে এই আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে সকালে ধানম-িতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইইবি নেতারা। বিপিএসসি ॥ গত ১৪ আগস্ট এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় জাতির পিতার ঘটনাবহুল জীবন নিয়ে আলোকপাত এবং স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সভায় এই শোককে শক্তিতে রূপান্তর করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারী কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সভাপতিত্ব করেন বেগম অকতারী মমতাজ, সচিব, বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় ॥ বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূইয়া। সভায় এ মন্ত্রণালয়ের বিভিন্ন গ্রেডের ৭ জন কর্মচারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ এবং দেশ ও জাতিগঠনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা একটি উন্নততর প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাতির পিতার রাজনৈতিক দর্শন এবং অর্থনৈতিক রূপরেখা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেন। সভায় জাতির পিতার জীবনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে দুপুরে গণভবন মসজিদের খতিবের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মচারী অংশগ্রহণ করেন।
×