ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সরকার বিপদে পড়লে পাশে থাকবে জাকের পার্টি

প্রকাশিত: ০৫:৩৪, ২৭ জুলাই ২০১৮

 সরকার বিপদে পড়লে পাশে থাকবে জাকের পার্টি

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থবহ ও বিশ্বের কাছে গ্রহণযোগ্য করতে নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাকের পার্টি। সন্ত্রাস, জঙ্গীবাদসহ সব ধরনের ধর্মীয় উগ্রবাদ দমনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দলের চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, একটি মহল নির্বাচন বন্ধ করতে অনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বর্তমান সরকার যদি কোন কারণে বেকায়দায় পড়ে তাহলে পাশে দাঁড়ানোর জন্য জাকের পার্টি গোলাপ ফুল নিয়ে প্রস্তুত আছে। বৃহস্পতিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাকের পার্টির তৃতীয় কাউন্সিলে জাকের পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন। কাউন্সিলে সভাপতিত্ব করেন জাকের পার্টির চেয়ারম্যান ফয়সল মুজাদ্দেদী। এ সময় জাকের পার্টির কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুপুরে সম্মেলন হলেও সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কাউন্সিলে সারাদেশ থেকে নেতাকর্মীরা যোগ দেন। কর্মীরা বৃষ্টিতে ভিজে দলের স্লোগান দিতে থাকেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে যোগ দেন জাকের পার্টির বিভিন্ন ফ্রন্টের নেতাকর্মী ও মুরিদরা। জাকের পার্টির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাকর্মীর ছাড়াও দলে দলে যোগ দেন জাকের পার্টি হিন্দু ফ্রন্ট, জাকের পার্টি খ্রিস্টান ফ্রন্টসহ বিভিন্ন ফ্রন্টের শত শত নেতাকর্মী। ফয়সল মুজাদ্দেদী বলেন, আগামী নির্বাচনকে অর্থবহ ও বিশ্বের কাছে গ্রহণযোগ্য করতে নির্বাচনে আমাদের দল ব্যাপকভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া বর্তমান সরকার যদি কোন কারণে বেকায়দায় পড়ে তাহলে পাশে দাঁড়ানোর জন্য জাকের পার্টি গোলাপ ফুল নিয়ে প্রস্তুত আছে। নির্বাচনে সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে জাকের পার্টি নেতা আরও বলেন, আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে আমরা নির্বাচনে অংশ নেব। জাকের পার্টি বর্তমান সরকারকে ততক্ষণ পর্যন্ত সমর্থন দেব, যতক্ষণ পর্যন্ত সরকার ভাল কাজ করবে, দেশের সমৃদ্ধিতে কাজ করবে। এ সময় তিনি জাকের পার্টির সব নেতাকর্মীকে প্রতিটি গ্রামে আগামী নির্বাচনের জন্য জনমত গড়ে তোলার আহ্বান জানান। বলেন, একটি মহল নির্বাচন বন্ধ করতে অনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এটি প্রতিরোধ ও প্রতিহত করা হবে। এজন্য আগামী নির্বাচনে সরকারকে সব ধরনের সহযোগিতা করব। কারণ আমরা হাসি মুখে ভোট দিতে চাই। নেতা নির্বাচিত করতে চাই। আমরা বিশ্ববাসীর কাছে, দেশের মানুষের কাছে, একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। ওই নির্বাচন হবে ঈদের মতো। কোন হানাহানি থাকবে না। রাজনীতির নামে দেশে বিশৃঙ্খলা চলতে পারে না। রাজনীতিতে সভ্যতা ও পবিত্রতা থাকতে হবে। রাজনীতির নামে এমন কথা বলা যাবে না যাতে কেউ কষ্ট পায়। আওয়ামী লীগ সকারের ক্ষমতায় আসার পেছনে জাকের পার্টির অবদান রয়েছে উল্লেখ করে ফয়সল বলেন, বর্তমান সরকার দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা নেপথ্যে থেকে সরকারকে সাহায্য করে যাচ্ছি। ধর্মীয় উগ্রবাদ ও নাস্তিক্যবাদকে আমরা সমানভাবে রোধ করে যাচ্ছি। আমাদের অবদানের স্বীকৃতি দিতে হবে। বর্তমান সরকার যতদিন সন্ত্রাস রোধ, দেশের উন্নয়ন ও শান্তির সংগ্রামে থাকবে ততদিন জাকের পার্টির সমর্থন আওয়ামী লীগ সরকারের প্রতি থাকবে। সভাপতির বক্তব্যে ফয়সল বলেন, আমরা রাজনীতির অগ্রযাত্রায় থাকতে চাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্বার্থে কাজ করতে চাই। ওই নির্বাচনে বর্তমান সরকারকে সমর্থন দিয়েই অংশ নিতে চাই। তবে এটা ছোট আকারে না, বৃহৎ আকারেই আমরা অংশ নিতে চাই। জাতীয় রাজনীতিতে সক্রিয় থাকলেও নির্বাচন নিয়ে জাকের পার্টি এতদিন ততটা মনোযোগী ছিল না। কিন্তু এখন পরিবর্তনের সময়। তাই এখন থেকে প্রতিটি পর্যায়ের নির্বাচনে জয়ের জন্যই অংশ নেবে জাকের পার্টি।
×